চোটের কারণে ভারতের ঘরোয়া আসর ইন্ডিয়ার প্রিমিয়ার লিগেও নামা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বুমরাহর।
স্ক্যানিং রিপোর্টে সমস্যা না থাকলেও এখনিই পুরো শক্তিতে বল করতে পারছেন না বুমরাহ। যে কারণে ২২ই মার্চ শুরু হতে যাওয়া আইপিএলে মাঠে নামতে নাও পারেন তিনি।
বুমরাহকে নিয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানান,‘তার রিপোর্ট ঠিক আছে। অ্যাকাডেমিতে বোলিংও শুরু করে দিয়েছে। তবে আইপিএলের শুরুতে ওর বল করা কঠিন। মনে হয় এপ্রিলের প্রথম সপ্তাহে মাঠে ফিরতে পারবে তিনি। এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে উচ্চপর্যায়ের ক্রিকেটে ফিরতে এপ্রিলের প্রথম সপ্তাহ লেগে যেতে পারে তার।’
মার্চের শেষ সপ্তাহে শুরু হতে যাওয়া আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামার কথা ৩১ বছর বয়সী এই ভারতীয় পেসারের। গত আসরে হার্দিক পাণ্ডিয়ারা তেমন ভালো করতে পারেননি। তাই এবার শুরুর থেকেই ফর্ম ধরে রাখতে মরিয়া দল। তবে বুমরাহর চোট তাদের জন্য বড় ধাক্কা হতে পারে। জানা গেছে, আইপিএলের প্রথম দুই সপ্তাহ খেলতে পারবেন না তিনি এবং এপ্রিলে দলের সঙ্গে যোগ দিতে পারেন।
বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে পিঠের মাংসপেশিতে টান অনুভব করায় ম্যাচ চলাকালীন মাঠ ছাড়েন বুমরাহ। প্রাথমিক চিকিৎসার পর দেশে ফিরে ব্যাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) বিভিন্ন শারীরিক পরীক্ষা করানো হয়। স্ক্যানের রিপোর্টে গুরুতর সমস্যা না থাকায় তিনি বর্তমানে সেখানে রিহ্যাবে আছেন।
ইউএ / টিডিএস