কার্লো আনচেলত্তিকে ঘিরে চলা নাটকীয়তার আপাতত ইতি—তিনি আর ব্রাজিলের কোচ হচ্ছেন না।
মাত্র একদিন আগেই দ্য অ্যাথলেটিক, স্কাই স্পোর্টস ও ইএসপিএনের মতো আন্তর্জাতিক ক্রীড়া গণমাধ্যমগুলো জানায়, আনচেলত্তি মৌখিকভাবে রাজি হয়ে গেছেন। জুনেই ব্রাজিল জাতীয় দলের ডাগআউটে দেখা যাবে তাঁকে। তবে পরিস্থিতি বদলাতে সময় লাগেনি ২৪ ঘণ্টাও। এখন খবর চুক্তিটি আর কার্যকর হচ্ছে না।
এই ভাঙনের পেছনে কারণ হিসেবে উঠে এসেছে একাধিক ব্যাখ্যা। স্প্যানিশ দুই গণমাধ্যম মার্কা ও রেলেভো এবং ব্রিটিশ ডেইলি মেইল তাদের মতো করে কারণ ব্যাখ্যা করেছে। অন্যদিকে ব্রাজিলের গ্লোবো সংবাদমাধ্যম সরাসরি রিয়াল মাদ্রিদকে দুষছে এই চুক্তি ভেস্তে যাওয়ার জন্য।
মার্কা জানিয়েছে, ব্রাজিলের প্রস্তাব ছাপিয়ে সৌদি আরব থেকে বড় অঙ্কের আর্থিক প্রস্তাব পেয়েছেন আনচেলত্তি। সেখানে তাঁকে বছরে ৫০ মিলিয়ন ডলার পারিশ্রমিক দেওয়ার কথা বলা হয়েছে। সৌদি লিগ ইতোমধ্যেই বিশ্বসেরা খেলোয়াড়দের নিজেদের দিকে টেনে নিচ্ছে, এবার তাদের নজরে আনচেলত্তি।
অন্যদিকে রেলেভোর মতে, মূল সমস্যা রিয়াল মাদ্রিদের অনিচ্ছায়। ক্লাব বিশ্বকাপের আগে আনচেলত্তিকে ছাড়তে চায় না তারা। রিয়ালের পক্ষ থেকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে, তার সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি রয়েছে এবং ক্লাব বিশ্বকাপে তাকে ডাগআউটে চাইছে ক্লাবটি। সেই সঙ্গে লন্ডনে ব্রাজিলের প্রতিনিধিদের সঙ্গে আনচেলত্তির সাক্ষাৎকেও ভালোভাবে নেয়নি মাদ্রিদ।
ব্রাজিলীয় সংবাদমাধ্যম গ্লোবো আরও একধাপ এগিয়ে সরাসরি দায় চাপিয়েছে রিয়ালের ঘাড়ে। তাদের মতে, রিয়ালের বাধার কারণেই চূড়ান্তভাবে ভেস্তে গেছে ব্রাজিল–আনচেলত্তি চুক্তি।
এদিকে দ্য অ্যাথলেটিক দাবি করেছে, চুক্তি অনুযায়ী ক্লাব ছাড়লেও আনচেলত্তিকে ২০২৬ পর্যন্ত পুরো পারিশ্রমিক দেওয়ার কথা ছিল। তবে শেষ সময়ে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ তাতে রাজি হননি। এতে আনচেলত্তিও অনেকটা পিছু হটে যান।
ইউএ / টিডিএস