টিকিটের দাম নিয়ে গার্দিওলার কাছে চিঠি

স্পোর্টস ডেস্ক

মাঠের খেলায় সাফল্যের দিক থেকে পেপ গার্দিওলা নিঃসন্দেহে প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার সিটির ইতিহাসে অন্যতম সফল কোচ। টানা চারবার প্রিমিয়ার লিগ শিরোপা জেতানোর পর তার কাছে সমর্থকদের তেমন কিছু চাওয়ার বাকি নেই। তবে এবার মাঠের বাইরের এক গুরুত্বপূর্ণ বিষয়ে তার হস্তক্ষেপ চেয়েছে সমর্থকেরা—এফএ কাপ ফাইনালের টিকিটের দাম কমানোর আবেদন জানিয়ে তারা চিঠি দিয়েছে গার্দিওলাকে।

গত রোববার নটিংহাম ফরেস্টকে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচ শেষে গার্দিওলার উদ্দেশে চিঠি লিখেছে ক্লাবের কয়েকটি সমর্থক সংগঠন—১৮৯৪ গ্রুপ, এমসিএফসি ফুড ব্যাংক সাপোর্ট, সলিড সিটিজেন্স এবং ট্রেড ইউনিয়ন ব্লুজ। সেখানে তারা ফাইনালের টিকিটের মূল্য কমাতে গার্দিওলার সহায়তা চেয়েছে।

চিঠিতে তারা লেখে, গার্দিওলাকে ওয়েম্বলির ফাইনালে দল নিয়ে যাওয়ার জন্য অভিনন্দন জানিয়ে বলা হয়েছে, ফরেস্টের বিপক্ষে ম্যাচের আগে তিনি যে সমর্থকদের আর্থিক চাপের কথা বলেছেন এবং তাদের মুখ খুলে প্রতিবাদ করতে উৎসাহ দিয়েছেন, তা তাদের অনুপ্রাণিত করেছে।

তারা আরও লিখেছে, এই উপলব্ধির জায়গা থেকেই তারা গার্দিওলার কাছে আরেকটি অনুরোধ জানাচ্ছেন—তিনি যেন ক্লাবের প্রধান নির্বাহী ফেরান সোরিয়ানোর সঙ্গে এই বিষয়ে কথা বলেন এবং টিকিটের দাম ও স্টেডিয়ামে সমর্থকদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়টি তুলে ধরেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, কেবল টিকিটের দামই নয়, স্টেডিয়ামে দর্শকদের অভিজ্ঞতা আরও উন্নত করাও জরুরি। তবে ইতিমধ্যে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহেই সমর্থকদের সঙ্গে আলোচনায় বসবে তারা, যেখানে এসব বিষয় নিয়ে আলোচনা হবে।

You may also like