স্পেন ও পর্তুগালজুড়ে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। এই পরিস্থিতিতে অনিশ্চয়তায় পড়েছে চ্যাম্পিয়ন্স লিগের বহুল প্রতীক্ষিত সেমিফাইনাল—বার্সেলোনা ও ইন্টার মিলানের মধ্যকার প্রথম লেগ ম্যাচ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত একটায় (বাংলাদেশ সময়) বার্সেলোনার হোম গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। তবে বিদ্যুৎ বিভ্রাটের কারণে নির্ধারিত সময়ে ম্যাচটি আয়োজন করা সম্ভব হবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
স্পেনের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিদ্যুৎ সমস্যার কারণে ট্রেন ও বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমনকি হাসপাতালসহ জরুরি পরিষেবাও পড়েছে চাপে। এ অবস্থায় ইন্টার মিলানের স্পেনে পৌঁছানোর পূর্ব নির্ধারিত সূচিও ঝুঁকির মুখে পড়েছে।
ফুটবলের বাইরেও বিদ্যুৎ বিভ্রাটের ছায়া পড়েছে টেনিসে। মাদ্রিদ ওপেনে গ্রেগর দিমিত্রোভ ও জ্যাকব ফার্নলির ম্যাচ দ্বিতীয় সেটে গিয়েই স্থগিত করা হয়। পরে আয়োজকরা পুরো দিনের খেলা বাতিল ঘোষণা করেন।
এছাড়া বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা উয়েফা যুব লিগের ফাইনাল দেখতে সুইজারল্যান্ড যাওয়ার কথা থাকলেও ফ্লাইট জটিলতায় সময়মতো রওনা হতে পারেননি।
তবে এখনও চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি উয়েফা। সংস্থাটি জানিয়েছে, তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। স্পেনের জাতীয় গ্রিড কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার গভীর রাত পর্যন্ত প্রায় ৬১ শতাংশ বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
ইউএ / টিডিএস