দোষারোপের দায় নিতে নারাজ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনার জন্য পাকিস্তানকে দোষারোপ করায় তীব্র আপত্তি জানিয়েছেন সাবেক পাক অধিনায়ক শহিদ আফ্রিদি। তার দাবি এই হত্যাকাণ্ডের পেছনে ভারতেরই হাত রয়েছে। ভারত সরকারই দায় এড়িয়ে পাকিস্তানের ওপর দোষ চাপাচ্ছে বলে অভিযোগ তুলেছেন এই প্রাক্তন অলরাউন্ডার।

মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত হন অন্তত ২৬ জন। এরপর থেকেই দুদেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। একাধিক কূটনৈতিক চুক্তি স্থগিত হওয়ার পাশাপাশি, ভারত ও পাকিস্তান একে অপরের নাগরিকদের ভিসা বাতিল করে দিয়েছে।

এই হামলা প্রসঙ্গে আফ্রিদি বলেন, “পেহেলগামে এক ঘণ্টা ধরে সন্ত্রাসীরা মানুষ হত্যা করল, আর আট লক্ষ ভারতীয় সৈন্যের মধ্যে একজনকেও সেখানে দেখা গেল না। কিন্তু সেখানে যাওয়ার পর তারা পাকিস্তানকে দোষারোপ করা শুরু করে দিল। ভারত নিজেই সন্ত্রাসবাদ চালায়, নিজের মানুষদের হত্যা করে, তারপর দায় পাকিস্তানের ওপর চাপায়।”

আফ্রিদির বক্তব্য, “কোনো দেশ বা ধর্মই সন্ত্রাসবাদকে সমর্থন করে না। আমরা সব সময় শান্তির পক্ষে। ইসলাম আমাদের কেবল শান্তির শিক্ষা দেয়। পাকিস্তান কখনোই এ ধরনের কাজকে সমর্থন করে না। আমরা সবসময়ই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছি।”

সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন আফ্রিদি। সামা টিভির এক আলোচনায় তিনি বলেন, “তাদের চিন্তাভাবনা দেখুন। আর তারা কিনা নিজেদের শিক্ষিত বলে। দুজন ক্রিকেটার ভারতের হয়ে অনেক ক্রিকেট খেলেছেন। তারা দেশের প্রতিনিধিত্ব করেছেন ও শীর্ষ ক্রিকেটার ছিলেন তবুও তারা সরাসরি পাকিস্তানকে দোষারোপ করল।”

ঘটনার পর ভারতের ফ্যানকোড লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সম্প্রচার বন্ধ করে দিয়েছে। এতে করে পাকিস্তানে আটকা পড়েছেন পিএসএল কাভার করতে যাওয়া ১২ জন ভারতীয় ক্রু ও একজন প্রযোজক।

এছাড়া ভারত সরকার ‘উস্কানিমূলক’ ও ‘সাম্প্রদায়িকভাবে স্পর্শকাতর’ কনটেন্ট প্রচারের অভিযোগে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করেছে। সতর্ক করা হয়েছে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসিকেও।

ইউএ / টিডিএস

You may also like