জুনেই ব্রাজিলের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি

by Sports Desk

রেকর্ড পরিমাণ পারিশ্রমিকে আগামী জুনেই ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি—এমনটাই জানাচ্ছেন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো। ইতোমধ্যে আনচেলত্তিকে নিয়োগ দিতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (CBF)। এখন শুধু অপেক্ষা রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিদায়ের।

চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের কাছে হারের পর থেকেই আনচেলত্তির রিয়াল অধ্যায় নড়বড়ে হয়ে পড়ে। এরপর কোপা দেল রে ফাইনালে এল ক্লাসিকোতে বার্সার বিপক্ষে পরাজয় যেন সেই অধ্যায়ের শেষ পাতায় স্বাক্ষর করে দেয়। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

Advertisements

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সঙ্গে আনচেলত্তির মধ্যে ইতোমধ্যে একটি সমঝোতা হয়েছে। এমনকি দু’পক্ষের মধ্যে একাধিকবার বৈঠকও হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, প্রাথমিকভাবে এক বছরের জন্য চুক্তি হবে আনচেলত্তির সঙ্গে যার মেয়াদ চলবে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।

ফাব্রিজিও রোমানোর সর্বশেষ আপডেট অনুযায়ী সব কিছু ঠিক থাকলে জুনের শুরুতেই আনচেলত্তিকে ব্রাজিল জাতীয় দলের ডাগআউটে দেখা যাবে। চার জুন কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়েই আনচেলত্তির কোচ হিসেবে অভিষেক হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

ইউএ / টিডিএস

You may also like