গম্ভীর হুমকি ইস্যুতে গুজরাটের শিক্ষার্থী গ্রেফতার

স্পোর্টস ডেস্ক

কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার নিন্দা জানিয়ে কঠোর বার্তা দিয়েছিলেন গৌতম গম্ভীর। এর কিছুদিনের মধ্যেই প্রাণনাশের হুমকি পান ভারতের জাতীয় দলের হেড কোচ। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘আইসিস কাশ্মীর’ নামে একটি সংগঠন ইমেইলের মাধ্যমে গম্ভীরকে হত্যার হুমকি পাঠায়। এ ঘটনায় দিল্লির রাজেন্দ্র নগর থানায় নিরাপত্তা চেয়ে অভিযোগ দায়ের করেন তিনি।

তদন্তে নেমে পুলিশ খুঁজে পেয়েছে গুজরাটের এক ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর নাম। জিগ্নেশ পারমার নামের ওই শিক্ষার্থীকে আটক করেছে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ায় তাকে আটক করা হয়েছে। সেন্ট্রাল ডিস্ট্রিক্টের ডেপুটি কমিশনার এম হর্ষবর্ধন জানান, “জিগ্নেশ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। তার পরিবার দাবি করেছে, সে মানসিক সমস্যায় ভুগছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।” পুলিশ এখন খতিয়ে দেখছে, এর সঙ্গে কোনো সন্ত্রাসী সংযোগ রয়েছে কি না।

২২ এপ্রিল পেহেলগামে ভয়াবহ হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে গম্ভীর লিখেছিলেন, “মৃতদের পরিবারের প্রতি সমবেদনা। যারা দায়ী, তাদের চড়া মূল্য চুকাতে হবে। ভারত পাল্টা আঘাত হানবেই।” ঠিক পরদিনই দু’দফায় ইমেইলের মাধ্যমে প্রাণনাশের হুমকি পান তিনি। ইমেইলগুলিতে লেখা ছিল, ‘আইকিলইউ’—অর্থাৎ ‘আমি তোমাকে হত্যা করবো’।

ঘটনার পর দ্রুত থানায় অভিযোগ জানান গম্ভীর এবং সেন্ট্রাল দিল্লির ডিসিপিকেও বিষয়টি অবহিত করেন। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানান তিনি।

পুলিশের মতে, গম্ভীর কেবল জাতীয় দলের হেড কোচ নন, একইসঙ্গে তিনি রাজনৈতিকভাবেও সক্রিয়। ২০১৯ সালে পূর্ব দিল্লি থেকে বিজেপির টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। বর্তমানে তিনি বিজেপির সদস্য। এ কারণে তার নাম ‘হিটলিস্টে’ থাকা অস্বাভাবিক নয় বলেই মনে করছে পুলিশ।

উল্লেখ্য, এর আগেও ২০২১ সালে সাংসদ থাকা অবস্থায় গম্ভীর প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এবং তখনও থানায় অভিযোগ করেছিলেন।

You may also like