পাকিস্তান টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালো ভারত

স্পোর্টস ডেস্ক

কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের সম্পর্কে ফের চিড় ধরেছে। এই উত্তেজনার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনেও। ভারতে পিএসএলের সম্প্রচার বন্ধসহ নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ, পাল্টা প্রতিক্রিয়ায় পিছিয়ে নেই পাকিস্তানও।

এরই মধ্যে নতুন করে আরও একটি সিদ্ধান্ত নিয়েছে ভারত। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠেয় ‘সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ’ থেকে দল প্রত্যাহার করে নিয়েছে তারা। আগামী মাসে ইসলামাবাদের জিন্নাহ কমপ্লেক্সে এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা। প্রথমে ভারত ২২ খেলোয়াড়সহ ৩০ সদস্যের দল পাঠানোর কথা জানিয়েছিল। তবে ২২ এপ্রিল পেহেলগামের ঘটনার পর সিদ্ধান্ত বদলায়। পাকিস্তান ভলিবল সংস্থার কর্মকর্তা আব্দুল আহাদ জানান, ভারতীয় ভলিবল সংস্থা হামলার প্রতিবাদে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, ২০০৮ সালের মুম্বাই হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ। দুদেশ এখন কেবল আইসিসি বা এশীয় স্তরের টুর্নামেন্টেই মুখোমুখি হয়। তবে সাম্প্রতিক হামলার পর সেটিও অনিশ্চয়তার মুখে।

২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ভারতে খেললেও, ভারত আর পাকিস্তানে গিয়ে খেলেনি। এশিয়া কাপ ও চ্যাম্পিয়নস ট্রফিতে হাইব্রিড মডেলে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তানও আর ভারতে ক্রিকেট খেলতে আসবে না। এই পটভূমিতে এবার ইসলামাবাদের ভলিবল প্রতিযোগিতা থেকেও নাম সরিয়ে নিল ভারত।

You may also like