নিজের আচরণের জন্য ক্ষমা চাইলেন রুডিগার

স্পোর্টস ডেস্ক

কোপা দেল রে’র ফাইনাল শেষে বিতর্ক যেন পিছু ছাড়ছে না রিয়াল মাদ্রিদের। উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষের দিকে বিতর্কিত আচরণে লাল কার্ড দেখেন রিয়াল ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। এরপর নিজের ভুল আচরণের জন্য ক্ষমা চেয়েছেন এই জার্মান ফুটবলার।

রবিবার (২৭ এপ্রিল) বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে হেরে যাওয়া ম্যাচের শেষ দিকে এই ঘটনাটি ঘটে। কিলিয়ান এমবাপের বিরুদ্ধে একটি ফাউল সিদ্ধান্তে রুডিগার ক্ষুব্ধ হয়ে রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়ার দিকে বেঞ্চ থেকে একটি বরফের টুকরো ছুড়ে মারেন। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই বস্তুটি ছিল বরফের একটি টুকরো। এর পরপরই রেফারি তাকে লাল কার্ড দেখান।

রেফারির রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, রুডিগার টেকনিক্যাল এরিয়া থেকে একটি বস্তু ছুড়ে মারেন এবং আক্রমণাত্মক আচরণ করেন।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়ে রুডিগার লেখেন, ‘আমার গত রাতের আচরণের কোনো অজুহাত নেই। আমি খুব দুঃখিত। আমরা দ্বিতীয়ার্ধে ভালো খেলেছি কিন্তু ১১১ মিনিটের পর আমি দলকে সাহায্য করতে পারিনি এবং একটি বড় ভুল করেছি। রেফারি ও যারা আমাকে নিয়ে হতাশ হয়েছেন সবার কাছে ক্ষমা চাইছি।’

রুডিগারের এমন আচরণের কারণে তাকে বড় ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আচরণবিধির ১০১ ধারা অনুযায়ী রেফারির প্রতি ‘হালকা সহিংসতা’ প্রদর্শনের জন্য তার চার থেকে ১২ ম্যাচ নিষিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। গুরুতর বিবেচনায় ১০৪ ধারা প্রয়োগ হলে তিন থেকে ছয় মাসের নিষেধাজ্ঞাও আসতে পারে।

শুধু রুডিগারই নয়, ম্যাচ শেষে বিতর্কিত আচরণে লাল কার্ড দেখেন রিয়ালের লুকাস ভাসকেস ও জুড বেলিংহ্যামও। রেফারির সঙ্গে অশোভন আচরণ এবং উত্তপ্ত পরিবেশে শেষ হয় ম্যাচ।

ইউএ / টিডিএস

You may also like