প্রেম ও প্রেমিকা নিয়ে মুখ খুললেন শুভমান

স্পোর্টস ডেস্ক

ভারতীয় ক্রিকেটার শুভমান গিল ও শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকারের প্রেমের গুঞ্জন অনেক দিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। যদিও প্রকাশ্যে দুজনকে একসঙ্গে দেখা যায়নি কখনও তবে তাদের ঘিরে যে কিছু একটা চলছে তা নিয়ে জল্পনার শেষ ছিল না।

কখনও সারা উপস্থিত হন স্টেডিয়ামে শুভমানের ম্যাচ দেখতে আর তাতেই শুরু হয় গুঞ্জন—তিনি নাকি শুধুই শুভমানের টানেই মাঠে যান! এমনকি গ্যালারিতে ‘সারা সারা’ স্লোগানে মুখর হয় দর্শকরা শুভমান ব্যাট হাতে নামলেই। তবে মাঝে মাঝেই শোনা গেছে তাদের বিচ্ছেদের কথাও যা প্রেমের এই গল্পকে আরও জটিল করে তুলেছে।

এদিকে, শুভমান গিলের সঙ্গে আরেক ‘সারা’র নামও জড়িয়ে যায়—তিনি বলিউড অভিনেত্রী সারা আলি খান। সারা টেন্ডুলকার নাকি সারা আলি খান কাকে মন দিয়েছেন শুভমান? এই প্রশ্ন বহুদিন ধরেই ঘুরে বেড়াচ্ছিল ভারতীয় মিডিয়ার শিরোনামে। একবার ‘কফি উইথ করণ’-এ হাজির হয়ে সারা আলি খান মজার ছলেই বলেন, ‘পৃথিবী ভুল সারার পেছনে পড়ে রয়েছে।’ আর এতেই সারা টেন্ডুলকারকে ঘিরে গুঞ্জন আরও জোরালো হয়।

তবে এতদিন নিজের প্রেম জীবন নিয়ে বরাবরই নীরব ছিলেন ভারতীয় ওপেনার শুভমান গিল। অবশেষে আইপিএল চলাকালেই সেই নীরবতা ভাঙলেন তিনি। জানালেন—কোনো ‘সারা’র সঙ্গেই তার সম্পর্ক নেই। আসলে, বর্তমানে প্রেম নয়—পুরোটাই ‘সিঙ্গেল’ জীবন উপভোগ করছেন তিনি।

আইপিএলে গুজরাট টাইটান্সের নেতৃত্ব দেওয়া গিল বলেন, “গত তিন বছরের বেশি সময় ধরে আমি একদম সিঙ্গেল। আমাকে নিয়ে অনেক রকম কথা শুনেছি বিভিন্নজনের সঙ্গে নাম জড়ানো হয়েছে। এসব শুনে মাঝে মাঝে খুব হাসি পায়।”

তিনি আরও যোগ করেন, “কখনও এমন কারও সঙ্গেও নাম জড়ানো হয় যাকে আমি জীবনে দেখিওনি! পুরো ব্যাপারটাই খুব অদ্ভুত।”

ব্যস্ত ক্রিকেটজীবনই এই একাকীত্বের প্রধান কারণ বলে জানান গিল। তার ভাষায়, “আমি বছরে প্রায় ৩০০ দিন ঘরের বাইরে থাকি। সম্পর্ক রাখার মতো সময়ই নেই আমার হাতে।”

ইউএ / টিডিএস

You may also like