চ্যাম্পিয়ন্স লিগ সেমিতে আল নাসর

স্পোর্টস ডেস্ক

জাপানি ক্লাব ইয়োকোহামা এফ মারিনোসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর।

শনিবার (২৬ এপ্রিল) রাতে জেদ্দার প্রিন্স আবদুল্লাহ আল ফয়সাল স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দারুণ পারফরম্যান্সে জ্বলে ওঠে দলটি।

আল নাসরের হয়ে জোড়া গোল করেন তরুণ ফরোয়ার্ড জন ডুরান। বাকি দুটি গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও সাদিও মানে। ইয়োকোহামার হয়ে একমাত্র গোলটি করেন কোটা ওয়াতানাবে, যিনি পরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আল নাসর। ২৭ মিনিটে সাদিও মানের দুর্দান্ত ক্রসে ইয়োকোহামার ডিফেন্ডার থমাস ডেং আত্মঘাতী ভুল করলে বল পেয়ে সহজেই গোল করেন জন ডুরান। চার মিনিট পর ওটাভিওর পাস থেকে মানে নিজেই স্কোরশিটে নাম তোলেন।

৩৮ মিনিটে গোল পান রোনালদো। মার্সেলো ব্রোজোভিচের শট ফিরিয়ে দিলে বল বাতাসে উঠে যায় এবং সেটিকে কাছ থেকে অসাধারণ ভলিতে গোলে পরিণত করেন পর্তুগিজ সুপারস্টার। চলতি মৌসুমে সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলদাতা রোনালদো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটেও ৭ ম্যাচে করেছেন ৮ গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজের দ্বিতীয় গোলটি করেন ডুরান। ৫২ মিনিটে ইয়োকোহামা কিছুটা লড়াইয়ে ফেরে ওয়াতানাবের গোলে। তবে এরপর পুরো ম্যাচ নিয়ন্ত্রণে রাখে আল নাসর। ৬৬ মিনিটে কোচ স্তেফানো পিওলি রোনালদোকে তুলে নেন সেমিফাইনালের আগে তাকে বিশ্রাম দিতে। শেষদিকে ওয়াতানাবে লাল কার্ড দেখলে ইয়োকোহামাকে দশজন নিয়েই শেষ করতে হয়।

সেমিফাইনালে আল নাসরের প্রতিপক্ষ হবে কাতারের আল সাদ কিংবা জাপানের কাওয়াসাকি ফ্রন্টেল। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আল হিলাল ও আল আহলি।

ইউএ / টিডিএস

You may also like