প্রথম শিরোপার সামনে হ্যারি কেইন

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ড হ্যারি কেইন দীর্ঘ ক্যারিয়ারে ব্যক্তিগত সাফল্যের ফুলঝুরি ঝরালেও দলীয় শিরোপার স্বাদ কখনও পাননি। টটেনহ্যাম হটস্পারের হয়ে খেলেছেন চ্যাম্পিয়নস লিগ ও এফএ কাপের ফাইনালে কিন্তু দুবারই ফিরেছেন হতাশ হয়ে। লিগেও একাধিকবার শেষ করেছেন দ্বিতীয় স্থানে। জাতীয় দলের হয়ে ইউরো ফাইনাল হেরে গেছেন। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে।

শিরোপার আশায় গেল মৌসুমে বায়ার্ন মিউনিখে নাম লেখান কেইন। কিন্তু সেখানেও বাধা হয়ে দাঁড়ায় বায়ার লেভারকুসেন—যাদের দুর্দান্ত পারফরম্যান্সে আরেকবার খালি হাতে ফিরতে হয় ইংলিশ এই স্ট্রাইকারকে।

তবে এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগার শিরোপা জয়ের একেবারে দ্বারপ্রান্তে আর কেইনও আছেন তার ক্যারিয়ারের প্রথম বড় ট্রফি ছোঁয়ার সম্ভাবনায়।

শনিবার (২৬ এপ্রিল) মাইনৎসের বিপক্ষে ৩-০ গোলের জয়ে আরও একধাপ এগিয়ে যায় বায়ার্ন। কিন্তু একই ম্যাচে মৌসুমের পঞ্চম হলুদ কার্ড দেখে পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞার কবলে পড়েছেন হ্যারি কেইন। বুন্দেসলিগার নিয়ম অনুযায়ী পাঁচটি হলুদ কার্ড পেলে এক ম্যাচ বসতে হয়।

সবচেয়ে নাটকীয় ব্যাপার হলো—বায়ার্ন তাদের পরের ম্যাচে যদি অন্তত ড্র করে তাহলেই পয়েন্টে লেভারকুসেনের সর্বোচ্চ সম্ভাব্য সংখ্যায় পৌঁছে যাবে এবং গোল ব্যবধানে এগিয়ে থেকে নিশ্চিত করবে শিরোপা। বায়ার্নের পয়েন্ট ৭৬ হতে পারে, লেভারকুসেনেরও তাই। তবে গোল ব্যবধানে ৩০ গোলে এগিয়ে আছে বায়ার্ন।

ইউএ / টিডিএস

You may also like