কোপা দেল রে ফাইনালের আগে স্পেনের ফুটবল অঙ্গনে উত্তেজনা তুঙ্গে উঠেছে। মাঠের লড়াই শুরুর আগেই রাস্তায় রক্ত ঝরিয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সমর্থকরা। সেভিলে এক সংঘর্ষে রিয়াল ভক্তের নাক ফাটানোর ঘটনায় বার্সেলোনা সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।
স্পেনের সংবাদমাধ্যম রেডিও কোপে জানায়, ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর বরাতে ফাইনালের আগে সেভিলের রাস্তায় সমর্থকদের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে—এদের মধ্যে বার্সেলোনার তিনজন এবং রিয়ালের দুজন সমর্থক রয়েছেন।
এই কোপা দেল রে ফাইনাল আগেই ছিল উত্তাপপূর্ণ। রেফারিং নিয়ে রিয়াল মাদ্রিদের অভিযোগ ম্যাচটিকে ঘিরে বাড়তি বিতর্ক তৈরি করেছে। এমনকি ম্যাচ বাতিলের আশঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত মাঠে নামতে রাজি হয় রিয়াল, এবং ফুটবল পাড়া এখন স্পষ্টতই দুই ভাগে বিভক্ত।
ভিনিসিউস জুনিয়রকে ঘিরে আবারও বিতর্ক সৃষ্টি হয়েছে। বার্সেলোনার সমর্থকরা ব্রাজিলিয়ান উইঙ্গারকে লক্ষ্য করে সেভিলের রাস্তায় আপত্তিকর স্লোগান দিয়েছেন। আগের মৌসুমগুলোতেও ভিনিসিউস বর্ণবাদী ও অবমাননাকর মন্তব্যের শিকার হয়েছেন।
সেভিলের এস্তাদিও দে লা কার্তুজায় বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হতে যাওয়া এই ফাইনালকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে বাড়তি চিন্তা দেখা দিয়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।
ইউএ / টিডিএস