কোপা দেল রে’র রোমাঞ্চকর ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বার্সেলোনা। অতিরিক্ত সময়ে জুলস কুন্দের দুর্দান্ত গোলে নিশ্চিত হয় কাতালানদের জয়।
শনিবার (২৬ এপ্রিল) রাতে স্পেনের এস্তাদিও দে লা কার্তুজায় অনুষ্ঠিত হয় জমজমাট ফাইনাল। নির্ধারিত ৯০ মিনিটে খেলা শেষ হয় ২-২ গোলে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে বার্সার হয়ে জয়সূচক গোলটি করেন কুন্দে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে মাঠে নামে বার্সেলোনা। ১২তম মিনিটে পেদ্রির দূরপাল্লার শটে এগিয়ে যায় দলটি। রিয়াল মাদ্রিদ প্রথমার্ধে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় রিয়াল। ৭০ মিনিটে কিলিয়ান এমবাপ্পে ফ্রি-কিক থেকে গোল করে সমতা ফেরান। এর চার মিনিট পরেই আর্দা গুলারের কর্নার থেকে হেডে গোল করেন চৌয়ামেনি, রিয়ালকে এনে দেন ২-১ গোলের লিড।
তবে ম্যাচ ছাড়তে রাজি ছিল না বার্সেলোনা। ৮৩ মিনিটে ইয়ামালের পাস থেকে ফেরান তোরেস গোল করে ম্যাচে ফেরান দলকে। এই গোলের পেছনে রিয়াল গোলরক্ষক কোর্তোয়া ও রুডিগারের ভুল বড় ভূমিকা রাখে।
অতিরিক্ত সময়ের ১১৫ মিনিটে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে। মাঝমাঠে মদ্রিচের পাস পেতে গিয়ে বল হারান ব্রাহিম দিয়াজ। বল কুড়িয়ে নিয়ে দ্রুত ছুটে যান কুন্দে, ডি-বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া তার জোরালো শট ঠেকাতে পারেননি কোর্তোয়া। বল জাল ছুঁতেই উৎসব শুরু হয় বার্সা শিবিরে।
এই জয়ে চলতি মৌসুমে দ্বিতীয় শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। এর আগে স্প্যানিশ সুপার কাপেও রিয়ালকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। কোপা দেল রে’র ইতিহাসে এবারই সবচেয়ে বেশি, মোট ৩২টি শিরোপা জয়ের রেকর্ড গড়ল কাতালান ক্লাবটি।
ইউএ / টিডিএস