লা লিগার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে। তবে মাঠের লড়াইয়ের আগেই বিতর্কে জর্জরিত রিয়াল। রেফারি নিয়ে অভিযোগ, সংবাদ সম্মেলন ও অনুশীলন বর্জন—সব মিলিয়ে ফাইনালের উত্তাপের চেয়েও বেশি আলোচনায় ক্লাবটির কর্মকাণ্ড। আর এই পরিস্থিতিতে এবার সরব হলেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস।
রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তীব্র সমালোচনা করেছেন তেবাস। যদিও নাম উল্লেখ করেননি, কিন্তু ইঙ্গিত ছিল একদম স্পষ্ট।
তেবাস লেখেন, এটা ফুটবল নয় এটা ক্ষমতা দখলের খেলা। তিনি (পেরেস) তেবাসকে পছন্দ করেন না কারণ তিনি যা চান তেবাস তা করেন না। তিনি চেফেরিনকে (উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিন) পছন্দ করেন না কারণ তিনি যা চান চেফেরিন তা করেন না। তিনি টিভি ধারাভাষ্যকারদের পছন্দ করেন না কারণ তিনি যা চান তারা তা বলেন না। তারা (রেয়াল মাদ্রিদ) রেফারিং সংস্কারের অগ্রগতি চায় না কারণ তিনি যা চান এটা তা নয়।’
পেরেসের উদ্দেশ্যে আরও কড়া বার্তা দিয়ে তেবাস যোগ করেন, ‘পেরেস প্রতিবাদ করেন না চাপ দেন। তিনি অভিযোগ করেন না, হুমকি দেন… তিনি ফুটবলের উন্নতি করতে চান না তিনি নিজের জন্য চান। সবচেয়ে বাজে ব্যাপার হলো তিনি চেষ্টা করেন না। সবচেয়ে বাজে ব্যাপার হলো অনেকেই এসব মেনে নেয়, প্রশ্রয় দেয় এবং তাকে সাহায্য করে।’
রিয়াল মাদ্রিদের নিজস্ব টিভি চ্যানেল আরএমটিভির রেফারিদের বিরুদ্ধে ধারাবাহিক বিতর্কিত প্রচার নিয়েও ক্ষোভ ঝাড়েন তেবাস। তিনি জানান এ নিয়ে একাধিক ম্যাচ রেফারি ইতিমধ্যে ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন।
ইউএ / টিডিএস