কোপা দেল রে ফাইনালের আগে স্প্যানিশ ফুটবলকে ঘিরে ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। ম্যাচ রেফারিকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ করে ফাইনাল বর্জনের হুমকি দেয় রিয়াল মাদ্রিদ। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ম্যাচে অংশ নিতে রাজি হয়েছে তারা।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, কোপা দেল রে ফাইনালে অংশ নিতে তারা প্রস্তুত এবং ম্যাচ বয়কটের কোনো পরিকল্পনা তাদের নেই। যদিও সাম্প্রতিক কিছু ঘটনায় ক্লাবটি ক্ষুব্ধ এবং শঙ্কিত বিশেষ করে ফাইনালের রেফারি নিয়ে। রিয়াল এরই মধ্যে রেফারি পরিবর্তনের জন্য স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে আবেদন করলেও সেটি প্রত্যাখ্যান করা হয়।
আসন্ন ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার (২৬ এপ্রিল) রাতে সেভিয়ার লা কার্তুজা স্টেডিয়ামে। এই ম্যাচে দায়িত্ব পালন করবেন রিকার্দো দে বুরগোস বেনগোয়েচিয়া। তাকে ঘিরেই মূলত তৈরি হয় বিতর্কের ঝড়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রিয়াল মাদ্রিদের নিজস্ব চ্যানেল আরএমটিভি একটি ভিডিও প্রকাশ করে যেখানে বেনগোয়েচিয়ার অতীতে বার্সেলোনার পক্ষে দেওয়া কিছু বিতর্কিত সিদ্ধান্ত তুলে ধরা হয়। ভিডিওতে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয় যা অনেকের চোখে রেফারির বিরুদ্ধে দুর্নীতির ইঙ্গিত হিসেবে ধরা পড়ে।
বিতর্ক আরও ঘনীভূত হয় শুক্রবার (২৫ এপ্রিল) যখন ম্যাচের রেফারি বেনগোয়েচিয়া ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পাবলো গঞ্জালেজ ফুয়ের্তেস এক সংবাদ সম্মেলনে আসেন। সেখানে আবেগঘন পরিস্থিতিতে বেনগোয়েচিয়া কেঁদে ফেলেন। তিনি বলেন, “যখন আমার সন্তান স্কুল থেকে কাঁদতে কাঁদতে ফিরে আসে, কারণ তার বন্ধুরা বলেছে তার বাবা একজন ‘চোর’, তখন সেটা সহ্য করা যায় না। আমি শুধু চাই, মানুষ বুঝুক—রেফারিরাও মানুষ ভুল হতে পারে কিন্তু সেটা ইচ্ছাকৃত নয়।”
অন্যদিকে, ভিডিও রেফারি গঞ্জালেজ বলেন, “আমরা আর চুপ করে থাকব না। এখন সময় এসেছে কঠোর পদক্ষেপ নেওয়ার। ফুটবলের ভবিষ্যৎ রক্ষা করতে হলে আমাদেরও অবস্থান স্পষ্ট করতে হবে।”
রেফারি নিয়ে এমন পরিস্থিতির প্রেক্ষিতে রিয়াল মাদ্রিদ তাদের অনুশীলন ও সংবাদ সম্মেলন বাতিল করে দেয়। তখন থেকেই গুঞ্জন ছড়ায়, বার্সেলোনার বিপক্ষে তারা ফাইনাল ম্যাচ বর্জন করতে পারে। ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোলডটকম জানায়, রিয়াল রেফারি পরিবর্তনের অনুরোধ করলেও তা নাকচ হওয়ায় তারা ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিল। তবে শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বয়কট ঘোষণা করেনি এবং খেলায় অংশ নেওয়ার সিদ্ধান্তই নিয়েছে লস ব্লাঙ্কোসরা।
ইউএ / টিডিএস