রেফারি বিতর্কে রিয়ালের ফাইনাল বয়কট হুমকি

স্পোর্টস ডেস্ক

কোপা দেল রে ফাইনালের আগ মুহূর্তে উত্তেজনার চূড়ায় স্প্যানিশ ফুটবল। রেফারিদের নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার বিপক্ষে বহুল প্রতীক্ষিত ‘এল ক্লাসিকো’ ফাইনাল মাঠে গড়ানোর কথা বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাতে সেভিয়ার লা কার্তুজা স্টেডিয়ামে। তবে ম্যাচের আগেই রেফারি বিতর্ক যেন ফুটবল উত্তেজনাকে ছাপিয়ে গেছে।

নির্ধারিত ম্যাচ রেফারি রিকার্দো দে বুরহোস বেনগোয়েচিয়া এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পাবলো গঞ্জালেজ ফুয়ের্তেস এক আবেগঘন সংবাদ সম্মেলনে তাদের ওপর চলমান মানসিক চাপের কথা প্রকাশ করেন। বেনগোয়েচিয়া কেঁদে ফেলেন বক্তব্যের সময় আর গঞ্জালেজ বলেন, “চুপ করে থাকব না এখন কঠোর সিদ্ধান্ত নেওয়ার সময়।”

রিয়াল মাদ্রিদের দাবি, এমন আবেগপ্রবণ ও চাপে থাকা রেফারিরা শিরোপা নির্ধারণী ম্যাচ পরিচালনার জন্য উপযুক্ত নন। তারা রেফারি পরিবর্তনের জন্য স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে অনুরোধ জানালেও ফেডারেশন তা প্রত্যাখ্যান করে জানিয়ে দেয়—রেফারিং বিষয়ে ক্লাবগুলোর হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

প্রতিবাদে রিয়াল বাতিল করে তাদের নির্ধারিত সংবাদ সম্মেলন ও অনুশীলন। এমনকি ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়ে দেন, রিয়াল অংশ নেবে না নির্ধারিত ক্লাব ডিনারেও। স্প্যানিশ দৈনিক ‘মার্কা’ জানিয়েছে, রিয়ালের অভ্যন্তরে উত্তেজনা এতটাই তীব্র যে ফাইনালে না খেলার সম্ভাবনাও তৈরি হয়েছে।

এমন উত্তপ্ত পরিস্থিতিতে রিয়াল মাদ্রিদ টিভিতে প্রচারিত এক প্রতিবেদন দে বুরহোসকে সরাসরি ‘চোর’ বলে অভিহিত করে বিতর্ককে আরও উসকে দেয়। পাল্টা প্রতিক্রিয়ায় বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেন, “রেফারিদের ওপর এমন চাপ সৃষ্টি করা ফেয়ার প্লের পরিপন্থী।”

সর্বোপরি, শিরোপার লড়াইয়ের চেয়ে বড় প্রশ্ন এখন—’এল ক্লাসিকো’ ফাইনাল আদৌ মাঠে গড়াবে তো? ফুটবলপ্রেমীরা তাকিয়ে আছেন সেই চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়।

ইউএ / টিডিএস

You may also like