ক্রিকেট থেকে বিরতির ঘোষণা পাকিস্তানি নারী তারকার

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নিদা দার ক্রিকেট থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন। আজ শুক্রবার তিনি তার ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্ত জানান।

বিরতির পেছনে মানসিক স্বাস্থ্যের সমস্যা প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন নিদা। তিনি জানান, সম্প্রতি ব্যক্তিগত এবং পেশাগতভাবে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, যা তার মানসিক স্বাস্থ্যে গুরুতর প্রভাব ফেলেছে। এ কারণে সুস্থ হতে কিছু সময়ের জন্য বিরতি নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পোস্টে নিদা বলেন, “আমি অত্যন্ত সতর্কতার সঙ্গে চিন্তা-ভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছি, যাতে আমি আমার মানসিক স্বাস্থ্য এবং স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দিতে পারি।”

তিনি আরও বলেন, “সম্প্রতি ব্যক্তিগত ও পেশাগত চ্যালেঞ্জগুলো আমার মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলেছে, তাই কিছু সময় নিজেকে পুনরুদ্ধার করতে প্রয়োজনীয় বিরতি নিতে হবে।”

নিদা তার পোস্টে সকলের কাছে অনুরোধ করেন, বিরতির সময় তার গোপনীয়তা রক্ষা করতে। তিনি বলেন, “এই সময় আমার গোপনীয়তাকে সম্মান জানানো এবং বোঝার জন্য আমি সবাইকে কৃতজ্ঞ। আমি আমার প্রিয়জনদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাই এবং মাঠে ফিরে আসার অপেক্ষায় আছি।”

এটি উল্লেখযোগ্য যে, নিদা দারকে সর্বশেষ পাকিস্তান নারী ক্রিকেট দলের আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাই টুর্নামেন্টের প্রস্তুতি শিবিরে ডাকা হয়েছিল, তবে ফিটনেস টেস্টে সন্তোষজনক ফল না আসায় তাকে স্কোয়াডে রাখা হয়নি।

জাতীয় দলে সুযোগ না পেলেও, নিদাকে ঘরোয়া ক্রিকেটের জাতীয় টি-২০ কাপে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি সে সুযোগ থেকেও নিজেকে গুটিয়ে নেন। এর ফলে, তিনি ফয়সালাবাদে অনুষ্ঠিত অনুশীলন ক্যাম্পেও যোগ দেননি।

নিদা দার পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার রেকর্ড গড়েছেন। এছাড়া, পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে টি-টোয়েন্টিতে প্রথম ১০০ উইকেট শিকারি বোলারও তিনি। পাকিস্তানের হয়ে ১০০ ওয়ানডে খেলা প্রথম চারজনের মধ্যে একজন হিসেবে পরিচিত এই ডানহাতি অলরাউন্ডার।

You may also like