আনচেলত্তির সঙ্গে ফের আলোচনায় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

ব্রাজিল জাতীয় দলের পরবর্তী কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে নিয়োগ দিতে আগ্রহী ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এই লক্ষ্যে ইতোমধ্যেই দ্বিতীয় দফায় আলোচনায় বসেছে তারা, এবং আলোচনা শেষে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের ভবিষ্যৎ কোচ হিসেবে ‘ডন কার্লো’কে পেতে আশাবাদী সিবিএফ।

আনচেলত্তির সঙ্গে আলোচনা চালাতে ব্রাজিল থেকে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে স্পেনে অবস্থান করছে। এদের মধ্যে একজন প্লেয়ার এজেন্ট, বাকিরা সিবিএফের প্রতিনিধি। নিয়মের কারণে তারা সরাসরি আনচেলত্তির সঙ্গে যোগাযোগ করছেন না, তবে আলোচনা চালিয়ে যাচ্ছেন তার ছেলে ও সহকারী কোচ ডেভিড আনচেলত্তির সঙ্গে।

এএসপিএন ব্রাজিল জানিয়েছে, ওই প্রতিনিধি দল শনিবার বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে’র ফাইনালে রিয়াল মাদ্রিদের ম্যাচ সরাসরি মাঠে বসে দেখবে। যদিও সিবিএফ এখনো আনুষ্ঠানিকভাবে স্পেনে প্রতিনিধি পাঠানোর বিষয়টি অস্বীকার করছে।

গোল-এর প্রতিবেদন অনুযায়ী, রিয়াল যদি কোপা দেল রে’র ফাইনালে বার্সার বিপক্ষে হেরে যায়, তবে আনচেলত্তিকে তাৎক্ষণিকভাবে ছাঁটাই করা হতে পারে। সেক্ষেত্রে মে মাসের শুরুতেই ব্রাজিলের কোচ হিসেবে তার নিয়োগ চূড়ান্ত হতে পারে। তবে রিয়াল যদি শিরোপা জিতে নেয়, তাহলে মৌসুম শেষ পর্যন্ত আনচেলত্তিকে ডাগআউটে দেখতে পাওয়া যাবে।

এছাড়া ফুটবল দলবদলবিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো দাবি করেছেন, রিয়াল মাদ্রিদ মৌসুম শেষে আনচেলত্তিকে ছাঁটাই করতে পারে, এমনকি তিনি কোপা দেল রে ও লা লিগা জিতলেও। সে ক্ষেত্রে তিনি নিজেই ক্লাবের সঙ্গে সমঝোতা করে সরে গিয়ে ব্রাজিলের চাকরি গ্রহণ করতে পারেন। আনচেলত্তি রিয়াল ছাড়লে জুনে ক্লাব বিশ্বকাপের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সান্তিয়াগো সোলারির নাম বিবেচনা করছে ক্লাবটি।

রিয়ালের লিগের শেষ ম্যাচ ২৫ মে। যদি তার আগে আনচেলত্তিকে ছাঁটাই না করা হয়, তবে ব্রাজিলকে অপেক্ষা করতে হতে পারে। কিন্তু সমস্যাটা হলো—বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের ম্যাচ রয়েছে ৪ জুন ও ৯ জুন, যার জন্য দল ঘোষণার সময়সীমা ২৫ মে’র আগেই। সেক্ষেত্রে, যদি আনচেলত্তির দিকেই অটল থাকে ব্রাজিল, তাহলে ওই ম্যাচ দুটির স্কোয়াড চূড়ান্ত করতে বিকল্প কোনো সমাধান বের করতে হবে তাদের।

You may also like