ঊরুর চোটের কারণে মাদ্রিদ ওপেন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন বিশ্বের তিন নম্বর টেনিস তারকা কার্লোস আলকারাজ। আগামী মাসে শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেনের শিরোপা ধরে রাখার অভিযানে এটি তার জন্য বড় এক ধাক্কা হিসেবে দেখা দিয়েছে।
চারবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই স্প্যানিশ তারকা বার্সেলোনা ওপেনের ফাইনালে হলগার রুনের বিপক্ষে ম্যাচে চোট পান। সেই ম্যাচে পরাজয়ের পর থেকেই চোটের কারণে ভুগছেন তিনি। এক সংবাদ সম্মেলনে আলকারাজ বলেন, “আমি সবরকম চেষ্টা করেছি দ্রুত সেরে উঠতে। কিন্তু গত কয়েক দিনে অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। মাদ্রিদ ওপেনে খেলার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো কিছুই অনুকূলে আসেনি। তাই ঝুঁকি না নিয়ে সরে দাঁড়ানোই বুদ্ধিমানের কাজ। খেলার সিদ্ধান্ত না নেওয়াটা কঠিন ছিল, তবে আমার বিশ্বাস, এটিই সঠিক সিদ্ধান্ত।”
২০২২ ও ২০২৩ সালের পর টানা তৃতীয়বার মাদ্রিদ ওপেনের শিরোপা জয়ের লক্ষ্য ছিল আলকারাজের সামনে। তবে ২১ বছর বয়সী এই তরুণ তার মাদ্রিদ পৌঁছানোর পর একবারও অনুশীলনে নামতে পারেননি। এখনো পর্যন্ত তিনি ইতালিয়ান ওপেনে খেলবেন কি না, সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
তবে ফ্রেঞ্চ ওপেন নিয়ে আলকারাজ বেশ আশাবাদী। তিনি বলেন, “অবশ্যই রোলা গ্যাঁরোতে (ফ্রেঞ্চ ওপেন) সবার সঙ্গে দেখা হবে। রোমে ফেরার জন্যও আমি সর্বোচ্চ চেষ্টা করবো। পরবর্তী কয়েক সপ্তাহ কঠোর পরিশ্রম করেই কাটাতে হবে।”