এ মৌসুমই লিভারপুলে সালাহর শেষ বছর

by Tahmid Rahman

মিশরীয় সুপারস্টার মোহাম্মদ সালাহ বিশ্বাস করেন, লিভারপুলে নিজের শেষ বছরে বিশেষ কিছু অর্জন করতে পারবেন।

৩২ বছর বয়সী সালাহর সঙ্গে লিভারপুলের বর্তমান চুক্তি এ মৌসুমের পর শেষ হয়ে যাবে। দুর্দান্ত ফর্মে থাকা সালাহ ইতিমধ্যে ১৮ লিগ ম্যাচে করেছেন ১৭ গোল এবং দিয়েছেন ১৩টি অ্যাসিস্ট। তার নেতৃত্বে আর্নে স্লটের অধীনে লিভারপুল এখন প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে, ৬ পয়েন্টের পরিষ্কার ব্যবধানে।

Advertisements

আগামীকাল রবিবার লিভারপুল মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেডের, যারা এই মৌসুমে ছন্দহীন অবস্থায় আছে। এমন সময়ে সালাহর ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। বিভিন্ন সূত্র জানিয়েছে, লিভারপুল সালাহর সঙ্গে চুক্তি নবায়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৫-০ গোলে জয়ের পর সালাহ জানান, চুক্তি নিয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি।

সালাহ ২০২০ সালে লিভারপুলের সেই ঐতিহাসিক প্রিমিয়ার লিগ শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন, যেটি ছিল ক্লাবের ৩০ বছরের অপেক্ষার অবসান। তবে কোভিড-১৯ মহামারির কারণে দর্শকবিহীন এনফিল্ডে ট্রফি হাতে নিতে হয়েছিল, যা সালাহ ও দলের জন্য আনন্দের মাঝেও অপূর্ণতা তৈরি করেছিল।

শুক্রবার স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সালাহ বলেন,
“এটাই এই ক্লাবে আমার শেষ বছর। তাই এবার বিশেষ কিছু করে দেখানোর লক্ষ্য নিয়ে খেলছি। ৩০ বছর পর লিগ শিরোপা জিতলেও আমরা সেটি সঠিকভাবে উদযাপন করতে পারিনি। এবার আশা করছি সবকিছু ঠিকভাবে উদযাপন করতে পারব।”

শুধু সালাহ নয়, চুক্তির শেষ বছরে আছেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক এবং ইংলিশ ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ডও। পরবর্তী মৌসুমে তারা যে কোনো বিদেশি ক্লাবের সঙ্গে আলোচনায় বসার সুযোগ পাবেন।

এই ত্রয়ী লিভারপুলকে প্রিমিয়ার লিগ এবং ইউরোপীয় ফুটবলে অসংখ্য শিরোপা এনে দিয়েছেন। সাবেক ম্যানেজার জার্গেন ক্লপের অধীনে তারা চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, এফএ কাপ এবং লিগ কাপ জিতেছেন। বিশেষ করে লিগ কাপ জয় তারা উদযাপন করেছেন একাধিকবার।

সালাহর এই বিদায়ী মৌসুম লিভারপুলের জন্য কতটা বিশেষ হয়ে উঠবে, সেটি দেখতে মুখিয়ে আছে ফুটবল বিশ্ব।

You may also like