আবারও ফিক্সিং সন্দেহে আলোচনায় আইপিএল।
বুধবার (২৩ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচে ঈশান কিষানের আউট ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। ম্যাচের শুরুতেই ঘটে এই অস্বাভাবিক ঘটনা যা দেখে হতবাক ক্রিকেটপ্রেমীরা।
তৃতীয় ওভারে দীপক চাহারের একটি বল কিষানের ব্যাট ঘেঁষে যায় বলে মনে হলেও ক্যাচের জন্য কোনো আপিল করেননি মুম্বাইয়ের খেলোয়াড়রা। কিন্তু এরপরও মাঠের আম্পায়ার ঈশানকে আউট দেন—যা নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। ফুটেজে দেখা যায় আম্পায়ার চাহারের দিকে কয়েকবার তাকিয়ে সিদ্ধান্ত দেন আপিল ছাড়াই।
আরও বিস্ময়কর বিষয় হলো ব্যাটে বল না লাগলেও ঈশান কিষান কোনো রিভিউ নেননি। বরং সরাসরি মাঠ ছেড়ে বেরিয়ে যান। পরে রিপ্লেতে স্পষ্ট দেখা যায় বল তার ব্যাট স্পর্শই করেনি।
এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয় তীব্র প্রতিক্রিয়া। অনেকেই প্রশ্ন তুলেছেন, এটি কি পরিকল্পিত আউট? ফিক্সিংয়ের ইঙ্গিত রয়েছে কি না? কেউ কেউ ঈশানের এমন আচরণকে ‘অস্বাভাবিক’ ও ‘অপ্রত্যাশিত’ বলেও মন্তব্য করেছেন।
বিশেষ করে বিতর্ক বাড়িয়েছে এই তথ্য যে ঈশান কিষান ক্যারিয়ার শুরু করেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্স থেকেই। আর এবার সেই দলের বিরুদ্ধেই এমন বিতর্কিত পরিস্থিতিতে আউট হন তিনি।
ঘটনার পর বিসিসিআই কিংবা আইপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সমালোচনার ঝড়ের মাঝে প্রশ্ন উঠছে—এই সিদ্ধান্ত কি শুধুই ভুল নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কিছু?
ইউএ / টিডিএস