কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর সাম্প্রতিক জঙ্গি হামলার নিন্দা জানানোর পরই হত্যার হুমকি পেলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ও সাবেক ওপেনার গৌতম গম্ভীর।
‘আইসিস কাশ্মীর’ নামের একটি চরমপন্থী সংগঠনের পক্ষ থেকে ইমেইলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৩ এপ্রিল) দুপুর ও বিকেলে পরপর দু’টি ইমেইল পান গম্ভীর যাতে শুধু লেখা ছিল—‘আই কিল ইউ’ (আমি তোমাকে হত্যা করবো)।
হুমকি পাওয়ার পরপরই দিল্লির রাজেন্দ্র নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গম্ভীর। বিষয়টি তিনি কেন্দ্রীয় দিল্লির ডেপুটি পুলিশ কমিশনারকেও জানান এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। একই সঙ্গে নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতেও পুলিশের সহযোগিতা চান তিনি।
দিল্লি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ইমেইলগুলো কোথা থেকে পাঠানো হয়েছে কারা জড়িত—তা শনাক্ত করার চেষ্টা চলছে। গম্ভীরের নিরাপত্তা বাড়ানোর বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গম্ভীর কেবল ভারতের কোচই নন বরং তিনি একজন সক্রিয় রাজনীতিকও। ২০১৯ সালে বিজেপির টিকিটে পূর্ব দিল্লি থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি। রাজনৈতিক পরিচয়ের কারণেই তার নাম উগ্র সংগঠনের ‘হিটলিস্টে’ থাকতে পারে বলে ধারণা পুলিশের।
এটি প্রথম ঘটনা নয়। এর আগেও ২০২১ সালে সাংসদ থাকা অবস্থায় গম্ভীর এমন হত্যার হুমকি পেয়েছিলেন এবং তখনও থানায় অভিযোগ করেছিলেন তিনি।
ইউএ / টিডিএস