দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন।
অভিজ্ঞ এই কিউই কোচের হাতেই উঠতে যাচ্ছে বাবর আজমদের পরবর্তী ম্যানেজমেন্টের ভার। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে।
গত বছরের ডিসেম্বরে জেসন গিলেস্পির পদত্যাগের পর থেকে কোচের পদটি খালি ছিল। তখন থেকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করে আসছিলেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। এরপর পিসিবি আনুষ্ঠানিকভাবে নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করে। বিজ্ঞপ্তিতে চাওয়া হয়েছিল লেভেল থ্রি কোচিং সার্টিফিকেটধারী, ঘরোয়া বা আন্তর্জাতিক পর্যায়ে অন্তত ১০ বছরের কোচিং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী।
প্রাথমিক তালিকায় পাকিস্তানের সাবেক স্পিনার সাকলায়েন মুশতাকের নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে থাকা হেসনকেই বেছে নেওয়া হয়েছে বলে জানায় দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
৫০ বছর বয়সী মাইক হেসনের কোচিং ক্যারিয়ার বেশ বৈচিত্র্যময় ও সফল। ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত নিউজিল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি। তার অধীনে নিউজিল্যান্ড দল আইসিসি ইভেন্টসহ আন্তর্জাতিক অঙ্গনে দারুণ সফলতা পায়। এর আগে তিনি আর্জেন্টিনা (২০০৩) ও কেনিয়া (২০১১) জাতীয় দলের কোচ ছিলেন।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেট পরিচালকের দায়িত্বেও ছিলেন তিনি। সর্বশেষ, ২০২৩ সালে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হিসেবে অভিষেক মৌসুমেই দলকে এনে দেন তৃতীয় শিরোপা।
হেসন যদি আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে যোগ দেন, তাহলে গত দুই বছরে পাকিস্তান জাতীয় দলের সপ্তম কোচ হবেন তিনি। তার আগে এই সময়ের মধ্যে পাকিস্তান দলকে কোচিং করিয়েছেন আব্দুল রহমান, মোহাম্মদ হাফিজ, আজহার মাহমুদ, জেসন গিলেস্পি, গ্যারি কারস্টেন এবং সর্বশেষ আকিব জাভেদ।
ইউএ / টিডিএস