মুস্তাফিজকে পেছনে ফেলে শীর্ষে বুমরাহ

স্পোর্টস ডেস্ক

তিন ফরম্যাটেই ধারাবাহিক হলেও, টি-টোয়েন্টি যেন জাসপ্রিত বুমরাহর নিজস্ব রাজ্য। আন্তর্জাতিক অঙ্গন হোক কিংবা আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স—দুই জায়গাতেই এই পেসার আস্থার অন্য নাম। আর এত আলোচনার কেন্দ্রে আসার মূল কারণ, তার সাম্প্রতিক এক অনন্য কীর্তি।

গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আইপিএলের ম্যাচে বুমরাহ ছুঁয়ে ফেলেছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩০০ উইকেটের মাইলফলক।

চলতি আইপিএলে শুরু থেকেই খেলেননি তিনি। পিঠের চোট সারিয়ে ফিরেছেন অনেকটা সময় পর। ততদিনে মুম্বাই ইন্ডিয়ান্সও ছন্দহীন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দল যেমন ঘুরে দাঁড়িয়েছে, তেমনি বুমরাহও ধীরে ধীরে ফিরেছেন নিজ ছন্দে, মুম্বাইয়ের সেই চেনা নীল জার্সিতে।

হায়দরাবাদের বিপক্ষে কালকের ম্যাচে তিনি তুলে নেন দলের জন্য সবচেয়ে মূল্যবান উইকেট—হেনরিখ ক্লাসেন। আর ওই এক উইকেটই তাকে পৌঁছে দেয় ৩০০ উইকেটের দোরগোড়ায়। টি-টোয়েন্টিতে এই কীর্তির মাধ্যমে বুমরাহ এখন পেসারদের মধ্যে দ্রুততম ৩০০ উইকেটধারীদের তালিকায় আছেন তিন নম্বরে, বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে পেছনে ফেলে।

এই মাইলফলকে পৌঁছাতে বুমরাহর লেগেছে ২৩৭ ইনিংস। মুস্তাফিজ যেখানে পৌঁছেছিলেন ২৪১ ইনিংসে, সেখানে অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু টাই মাত্র ২০৮ ইনিংসেই এই কীর্তি গড়েছিলেন। শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা আছেন দ্বিতীয় স্থানে, ২১৭ ইনিংসে।

টি-টোয়েন্টিতে পেসারদের মধ্যে দ্রুততম ৩০০ উইকেট:

  • ২০৮ ইনিংস – অ্যান্ড্রু টাই

  • ২১৭ ইনিংস – লাসিথ মালিঙ্গা

  • ২৩৭ ইনিংস – জাসপ্রিত বুমরাহ

  • ২৪১ ইনিংস – মুস্তাফিজুর রহমান

  • ২৪৮ ইনিংস – টিম সাউদি

আরও আনন্দের বিষয়, এই মাইলফলকের ম্যাচেই জয় তুলে নিয়েছে বুমরাহর মুম্বাই ইন্ডিয়ান্স। হায়দরাবাদকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে এখন তারা আইপিএলের পয়েন্ট টেবিলেও উঠে এসেছে তিন নম্বরে।

You may also like