পাকিস্তানের খেলোয়াড় খেলতে যাচ্ছেন না ভারতে

স্পোর্টস ডেস্ক

আগামী ২৪ মে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া জ্যাভলিন প্রতিযোগিতা ‘এনসি ক্লাসিকে’ অংশ নিচ্ছেন না পাকিস্তানের শীর্ষ জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম। ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সম্প্রতি ভারত অধিকৃত কাশ্মিরের পেহেলগ্রামে এক পর্যটক নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ওই ঘটনার জেরে ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানি নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পাকিস্তানি নাগরিকদের জন্য নতুন ভিসা প্রদান বন্ধ এবং কিছু দ্বিপাক্ষিক চুক্তি থেকেও সরে আসে ভারত।

তবে এনসি ক্লাসিকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত আরশাদ নাদিম হামলার আগেই নিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি নিজেই। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, একই সময় কোরিয়ায় এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার পূর্ব নির্ধারিত সূচির কারণেই ভারতে যাওয়া সম্ভব হচ্ছে না তার।

আরশাদ বলেন, “এনসি ক্লাসিক ২৪ মে কিন্তু আমি ২২ মে কোরিয়া যাচ্ছি। আমাদের অনুশীলন ও প্রতিযোগিতার পুরো বছরের ক্যালেন্ডার আগেই ঠিক করা। নতুন কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ আপাতত নেই।”

তবে রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি চাইলেও ভারতে যাওয়া সম্ভব হতো কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। কারণ কাশ্মিরের ঘটনার পর পাকিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ এবং ভারত ত্যাগের নির্দেশের প্রেক্ষিতে নাদিমের অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিতই হয়ে পড়েছিল।

উল্লেখ্য, এনসি ক্লাসিক প্রতিযোগিতার আয়োজন করছেন ভারতের অলিম্পিক স্বর্ণজয়ী জ্যাভলিন তারকা নীরজ চোপড়া।

ইউএ / টিডিএস

You may also like