চলমান মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা ইন্টার মিলানকে কোপা ইতালিয়া থেকে ছিটকে দিয়েছে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান।
বুধবার (২৩ এপ্রিল) রাতে দ্বিতীয় লেগে ইন্টারকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে ফাইনালে উঠেছে মিলান।
ম্যাচের ৩৬তম মিনিটে জেমিনেজের ক্রস থেকে হেডে গোল করে মিলানকে এগিয়ে দেন লুকা ইয়োভিচ। দ্বিতীয়ার্ধের শুরুতে কাছ থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এই সার্বিয়ান ফরোয়ার্ড। ম্যাচের ৮৫তম মিনিটে বাঁ দিক থেকে নেওয়া দুর্দান্ত শটে স্কোরলাইনে নাম তোলেন ডাচ মিডফিল্ডার রেইনডার্স।
এই জয়ে শেষ পাঁচ মুখোমুখি দেখায় ইন্টারের বিপক্ষে অপরাজিত রইল এসি মিলান। চলতি মৌসুমে ইতালিয়ান সেরি-আতে মিলানের সঙ্গে একবার হেরেছে ও একবার ড্র করেছে ইন্টার। জানুয়ারিতে ইতালিয়ান সুপার কাপের ফাইনালেও ট্রফি জিতেছিল মিলান। এবার কোপা ইতালিয়ার প্রথম লেগে ড্র করার পর দ্বিতীয় লেগে একেবারে উড়ে গেল ইনজাঘির দল।
তবে এই ধাক্কা সামাল দেওয়ার জন্য ইন্টারের সামনে সময় খুব বেশি নেই। আগামী রোববার সেরি-আতে শক্তিশালী রোমার বিপক্ষে খেলবে লাউতারো মার্তিনেজরা। এর তিন দিন পরই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে তাদের প্রতিপক্ষ বার্সেলোনা।
ইউএ / টিডিএস