বার্সার সঙ্গে শিরোপা দৌড়ে থাকল রিয়ালও

স্পোর্টস ডেস্ক

লা লিগার উত্তেজনাপূর্ণ শিরোপা দৌড়ে নিজেদের আশা বাঁচিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ।

হেতাফের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচের একমাত্র গোলটি করেন রিয়ালের তরুণ তুর্কি মিডফিল্ডার আর্দা গুলের।

প্রথমার্ধের ২১তম মিনিটেই ম্যাচের ফল নির্ধারিত হয়। গুলের দুর্দান্ত শটে বল জালে জড়ালে এগিয়ে যায় রিয়াল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নিষেধাজ্ঞার কারণে অনুপস্থিত ছিলেন এমবাপ্পে আর বেঞ্চে রাখা হয় বেলিংহাম ও রদ্রিগোকে। তাদের জায়গায় একাদশে সুযোগ পান তরুণরা—এনদ্রিক, গুলের ও ব্রাহিম দিয়াজ। তবুও ম্যাচে রিয়াল ছিল পুরোপুরি নিয়ন্ত্রণে।

শেষদিকে কিছুটা চাপ সৃষ্টি করে হেতাফে কিন্তু গোলরক্ষক থিবো কোর্তোয়ার দুর্দান্ত সেভে জয় নিশ্চিত হয় রিয়ালের। এই জয়ের ফলে ৩৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট দাঁড়িয়েছে ৭২। বার্সেলোনার ৭৬-এর চেয়ে মাত্র চার পয়েন্ট কম।

আগামী ৪ মে সেল্তা ভিগোর বিপক্ষে পরবর্তী ম্যাচের দিকেই এখন নজর রিয়ালের। তবে শিরোপা লড়াইয়ের মূল উত্তেজনা জমে উঠবে ১১ মে যখন এল ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়াল ও বার্সা। সেই ম্যাচেই নির্ধারিত হতে পারে লা লিগার এবারের ভাগ্য।

ইউএ / টিডিএস

You may also like