চলতি আইপিএলে একের পর এক দুর্দান্ত ইনিংসে নজর কাড়ছেন লোকেশ রাহুল। আর তার ধারাবাহিক ফর্ম এবার এনে দিল একটি ঐতিহাসিক রেকর্ড। আইপিএলে দ্রুততম ৫০০০ রান পূর্ণ করার কীর্তি এখন ভারতের এই ব্যাটার লোকেশ রাহুলের ঝুলিতে। তিনি ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নারের রেকর্ড। মাইলফলক ছোঁয়ার জন্য ৫১ রান দরকার ছিল রাহুলের।
মঙ্গলবার (২২ এপ্রিল) লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের হয়ে তিন নম্বরে নেমে ৪২ বলে অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলে দলকে এনে দেন ৮ উইকেটের জয়। সেই সঙ্গে নিজের নামের পাশে লেখান ৫০০০ রানের মাইলফলক—মাত্র ১৩০ ইনিংসে। ওয়ার্নারের লেগেছিল ১৩৫ ইনিংস।
এই তালিকায় রাহুলের পর আছেন বিরাট কোহলি (১৫৭ ইনিংস), এবি ডি ভিলিয়ার্স (১৬১ ইনিংস), এবং শিখর ধাওয়ান (১৬৮ ইনিংস)।
৩২ বছর বয়সী রাহুল বর্তমানে আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় আছেন অষ্টম স্থানে। রবিন উথাপ্পা ও ক্রিস গেইলকে ছাড়িয়ে তার নামের পাশে এখন ৫০টি ফিফটি ও ৪টি সেঞ্চুরি।
২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে অভিষেক হয় রাহুলের। এরপর খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, আবার বেঙ্গালুরু, তারপর পাঞ্জাব কিংস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এবং এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে।
বর্তমান আসরে দিল্লির জার্সিতে ৭ ইনিংসে ৬৪.৬০ গড় এবং ১৫৩.৮১ স্ট্রাইক রেটে রাহুল করেছেন ৩২৩ রান। তার সর্বোচ্চ স্কোর—অপরাজিত ৯৩।
রাহুলের ব্যাটে ভর করে দিল্লি যেমন জয় পাচ্ছে তেমনি আইপিএলের রেকর্ডবইয়েও যুক্ত হচ্ছে নতুন নতুন মাইলফলক।
ইউএ / টিডিএস