কষ্টার্জিত জয় নিয়ে শীর্ষে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

লা লিগায় মায়োর্কার বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে ক্যাম্প নউয়ে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে হ্যান্সি ফ্লিকের দল। এই জয়ে ৩৩ ম্যাচে বার্সার পয়েন্ট দাঁড়াল ৭৬ যেখানে ২৪ জয় ও ৪ ড্র রয়েছে তাদের। রিয়াল মাদ্রিদের চেয়ে আবারও ৭ পয়েন্টে এগিয়ে গেল তারা। যদিও রিয়াল একটি ম্যাচ কম খেলেছে (৩২ ম্যাচে ৬৯ পয়েন্ট)।

ম্যাচজুড়ে আধিপত্য ছিল বার্সেলোনার। বল দখলের লড়াইয়ে ৭৮ শতাংশ সময় বল ছিল তাদের পায়ে এবং তারা নিয়েছে ৪০টি শট যার ১৩টি ছিল লক্ষ্যে। মায়োর্কার গোলরক্ষক লিও রোমান দারুণ ফর্মে থাকায় তার মধ্যে ১২টি ঠেকিয়ে দেন। বিপরীতে সফরকারীরা পুরো ম্যাচে মাত্র ৪টি শট নিয়েছে কিন্তু একটিও লক্ষ্যে রাখতে পারেনি।

সেল্তা ভিগোর বিপক্ষে ৪-৩ গোলের নাটকীয় জয়ের ম্যাচ থেকে সাতটি পরিবর্তন এনে এই ম্যাচে একাদশ সাজান ফ্লিক। ছয় মাস পর শুরুর একাদশে ফেরেন আনসু ফাতি। রাফিনিয়াসহ বেশ কয়েকজন নিয়মিত তারকা ছিলেন বিশ্রামে।

প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও গোল পায়নি বার্সেলোনা। ফেররান তোরেস, ইয়ামাল, গাভি, ওলমো ও গার্সিয়া একাধিকবার চেষ্টা করেও রোমানকে পরাস্ত করতে ব্যর্থ হন। এমনকি ৪৫তম মিনিটে মায়োর্কা একটি গোল পেলেও তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। প্রথমার্ধে বার্সা নেয় ২৪টি শট যার ছয়টি লক্ষ্যে থাকলেও কোনো গোলের দেখা মেলেনি।

বিরতির পরই ম্যাচে পার্থক্য গড়ে দেন দানি ওলমো। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই এরিক গার্সিয়ার পাস থেকে প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে আসা বলে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

এরপরও গোলের খোঁজে থেমে থাকেনি বার্সা। ৫০তম মিনিটে ফাতির শট ফেরান রোমান। মায়োর্কার হয়ে ম্যাচের প্রথম গোলমুখী চেষ্টাটি আসে ৫৫তম মিনিটে, তবে রাইয়োর হেড পোস্ট ঘেঁষে বাইরে যায়। শেষ দিকে ইয়ামাল, ভিক্তর এবং আবারও ইয়ামালের একাধিক প্রচেষ্টা গোলরক্ষক রোমান ফিরিয়ে দেন।

শেষ মুহূর্ত পর্যন্ত বল দখলে রেখে মায়োর্কাকে কোনো সুযোগ না দিয়ে জয় নিশ্চিত করে বার্সেলোনা। অন্যদিকে, ৩৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে মায়োর্কা।

ইউএ / টিডিএস

You may also like