টি-টোয়েন্টি ফরম্যাটে বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার নিকোলাস পুরান।
উল্লেখযোগ্য বিষয় হলো, উইজডেন পুরস্কার কেবল পরিসংখ্যানের উপর নির্ভর করে দেওয়া হয় না। বরং ম্যাচ ঘুরিয়ে দেওয়া পারফরম্যান্স, ধারাবাহিকতা এবং সামগ্রিক প্রভাবের উপর ভিত্তি করেই নির্বাচিত হন সেরা ক্রিকেটাররা।
২০২৪ সালে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ ছন্দে ছিলেন নিকোলাস পুরান। শক্তিশালী স্ট্রাইক রেট গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচ ফিনিশ করার দক্ষতা এবং আগ্রাসী ব্যাটিং তাকে এনে দিয়েছে বছরের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের সম্মান।
এবার ইংল্যান্ডের গ্রীষ্মকালীন মৌসুমে পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত পাঁচ সেরা ক্রিকেটার হলেনঃ গাস অ্যাটকিনসন, জেমি স্মিথ, ড্যান ওরাল, লিয়াম ডসন, সোফি একলস্টোন (ইংল্যান্ড নারী দল)।
অন্যদিকে, ইংলিশ কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন পেয়েছেন বিশেষ সম্মাননা। তার ২১ বছরের টেস্ট ক্যারিয়ার এবং ৭০৪ উইকেটের অসাধারণ কীর্তির জন্য।
মিচেল স্যান্টনার পেয়েছেন ‘উইজডেন পারফরম্যান্স অব দ্য ইয়ার’ পুরস্কার, ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৩ উইকেট নিয়ে ম্যাচ জেতানো অবদানের স্বীকৃতি হিসেবে।
এছাড়া, মরণোত্তর শ্রদ্ধা জানানো হয়েছে ইংল্যান্ডের দুই প্রখ্যাত ক্রিকেটার ডেরেক আন্ডারউড ও গ্রাহাম থর্প-কে যাঁরা গত বছর পরলোকগমন করেছেন।
ইউএ / টিডিএস