নতুন কোচের খোঁজে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

আনুষ্ঠানিকভাবে নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে আকিব জাভেদ থাকছেন না—এ গুঞ্জন চলছিল অনেকদিন ধরেই। এবার সেই গুঞ্জন সত্যি হয়েছে। ইতোমধ্যে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিও দিয়েছে তারা।

পাকিস্তানের গণমাধ্যম জানায়, আকিব জাভেদকে মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় বিকল্প খোঁজার পথে হাঁটছে পিসিবি। নতুন কোচ হওয়ার জন্য যেসব যোগ্যতা চাওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে—লেভেল থ্রি কোচিং সার্টিফিকেট এবং জাতীয় বা ঘরোয়া পর্যায়ে অন্তত ১০ বছরের কোচিং অভিজ্ঞতা।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পান সাবেক পেসার আকিব জাভেদ। গ্যারি কার্স্টেন ও জেসন গিলেস্পির বিদায়ের পর তিন ফরম্যাটেই তাকে দায়িত্ব দেওয়া হয়। তবে প্রত্যাশিত ফল না পাওয়ায় তার সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি বোর্ড। দলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সই এর প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

ইউএ / টিডিএস

You may also like