কোচের বকেয়া বেতন অভিযোগ অস্বীকার পিসিবির

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান ক্রিকেট এবং বিতর্ক একে অপরের সঙ্গে সম্পর্কিত হয়ে উঠেছে বিশেষ করে চ্যাম্পিয়ন ট্রফির পর বাজে পারফরম্যান্সের পর থেকে।

দলের প্রধান খেলোয়াড় বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানও সমালোচনার শিকার হয়েছেন। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সাবেক কোচ জেসন গিলেস্পি সম্প্রতি অভিযোগ করেছেন যে তাকে তার বকেয়া বেতন দেওয়া হয়নি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার এই দাবি প্রত্যাখ্যান করেছে এবং জানিয়েছে গিলেস্পি কোনো টাকা পাবেন না।

গিলেস্পি এক সাক্ষাৎকারে বলেছেন, “আমি বিস্তারিত বলব না তবে এখনো কিছু টাকা পাওনা রয়েছে। যে টাকা আমার প্রাপ্য তার কিছু অংশ এখনও পাইনি। এটা হতাশাজনক। আশা করি দ্রুতই বিষয়টির সমাধান হবে।”

এরপর পিসিবি এক বিবৃতিতে জানায়, “গিলেস্পি আমাদের চুক্তি অনুযায়ী চার মাসের নোটিশ না দিয়ে হঠাৎ দায়িত্ব ছাড়েন যা একতরফা চুক্তিভঙ্গ।” পিসিবি আরও বলে, চুক্তির শর্ত অনুযায়ী দু’পক্ষকেই চার মাসের নোটিশ দিতে হত যা গিলেস্পি জানতেন।

গিলেস্পি তার সাক্ষাৎকারে উল্লেখ করেননি তিনি কত টাকা পাওনা তবে পিসিবি দাবি করে তারা সব টাকা পরিশোধ করেছে। গিলেস্পির সহকারী টিম নিয়েলসনের চুক্তি নবীকরণ না করায় পিসিবির সঙ্গে তার সম্পর্কের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে গিলেস্পি হঠাৎ দায়িত্ব ছেড়ে দেন যা এক বিতর্কিত পরিস্থিতি তৈরি করে।

ইউএ / টিডিএস

You may also like