ম্যাচ শেষে হামজার ওপর ক্ষুব্ধ বার্নলি সমর্থকরা

স্পোর্টস ডেস্ক

২-১ গোলের জয়। খেলা শেষ হওয়ার আগেই টার্ফ মুর স্টেডিয়ামে শুরু হয়ে যায় উদযাপন। কারণ বার্নলি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগে ফিরে আসা। তবে সেই উদযাপনেই ঘটে যায় অপ্রীতিকর ঘটনা। মাত্রা ছাড়িয়ে গিয়ে কিছু সমর্থক চড়াও হন প্রতিপক্ষ শেফিল্ড ইউনাইটেডের খেলোয়াড়দের ওপর। বিশেষ করে বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরীর প্রতি আচরণ ছিল একেবারেই অশোভন।

ম্যাচ শেষ হতেই অনেক বার্নলি সমর্থক ঢুকে পড়েন মাঠে। খুশি প্রকাশের পাশাপাশি শেফিল্ড ইউনাইটেডের বেশ কয়েকজন খেলোয়াড়কে উদ্দেশ করে অশালীন মন্তব্য ছুড়ে দেন তারা। সেই সময় সবচেয়ে বেশি লক্ষ্যবস্তুতে পরিণত হন হামজা।

ডেইলি সান জানিয়েছে, কিছু সমর্থক হামজার একেবারে কাছাকাছি গিয়ে উল্লাস করতে থাকেন। শুধু তাই নয় বার্নলির কয়েকজন খেলোয়াড়ও তখন তাকে উদ্দেশ করে কথা বলেন যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। ম্যাচ শেষে ধৈর্য ধরে থাকলেও একপর্যায়ে নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারেননি হামজা। পাল্টা প্রতিক্রিয়া দেখান তিনি।

চলমান উত্তেজনার মধ্যে একজন পুলিশ কর্মকর্তা দ্রুত এগিয়ে এসে হামজাকে সেখান থেকে সরিয়ে নেন। তার সতীর্থরাও তখন পাশে এসে দাঁড়ান এবং তাকে নিরাপদে মাঠের বাইরে নিয়ে যান।

এখনো পরিষ্কার নয় কী কারণে হামজাকে ঘিরে এমন উত্তেজনা তৈরি হয়েছিল। ব্রিটিশ গণমাধ্যমগুলো ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে কাজ করছে।

গতকাল বার্নলির কাছে ২-১ গোলে হারের পর সরাসরি প্রিমিয়ার লিগে ফেরার পথ কঠিন হয়ে পড়েছে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেডের জন্য। টানা চারটি হারের পর শেষ পাঁচ ম্যাচে মাত্র একটি জয়—এমন বাজে ফর্মে থাকা দ্য ব্লেডসদের এখন প্লে-অফ খেলেই প্রিমিয়ার লিগে ওঠার লড়াই চালিয়ে যেতে হবে। সেই নকআউট ধাঁচের ম্যাচের পরই নিশ্চিত হবে, আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে থাকবে কি না শেফিল্ড।

অন্যদিকে শেফিল্ডকে হারিয়ে বার্নলি নিশ্চিত করেছে তাদের প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন। একই দিনে পয়েন্ট টেবিলের সমীকরণে নিশ্চিত হয়েছে লিডস ইউনাইটেডের প্রিমিয়ার লিগে উত্তরণও।

ইউএ / টিডিএস

You may also like