ফাইনালের আগে ছিটকে গেলেন লেভানদোভস্কি

স্পোর্টস ডেস্ক

কোপা দেল রে ফাইনালের ঠিক আগে বড় ধাক্কা খেল বার্সেলোনা। দলের সেরা স্ট্রাইকার ও চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেভানদোভস্কি চোট পেয়ে ছিটকে গেছেন মাঠ থেকে।

বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, পোলিশ তারকা পায়ে চোট পেয়েছেন। তবে মাঠে ফিরতে কতদিন লাগবে, সে বিষয়ে কিছু বলা হয়নি। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, রিয়াল মাদ্রিদের বিপক্ষে শিরোপা লড়াইয়ে মাঠে নামার সম্ভাবনা নেই লেভার।

লা লিগায় সেলতা ভিগোর বিপক্ষে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয়ের ম্যাচে এই চোট পান তিনি। ৭৮তম মিনিটে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন এবং ডাগআউটে তার পায়ে বরফ চেপে ধরতে দেখা যায় যা তাৎক্ষণিক উদ্বেগের কারণ হয়। পরে সেই শঙ্কাই সত্যি হলো।

উল্লেখযোগ্যভাবে, সেই ম্যাচটিই লেভানদোভস্কির লা লিগায় শততম ম্যাচ ছিল। তবে মাইলফলকের ম্যাচটি পরিণত হলো হতাশায়। এই মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে করেছেন ৪০ গোল। এর মধ্যে লা লিগায় ২৫টি এবং চ্যাম্পিয়ন্স লিগে ১১টি গোল রয়েছে তার নামের পাশে।

বার্সা এখনও তিনটি শিরোপার দৌড়ে আছে—কোপা দেল রে, লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ। ঘরোয়া লিগে তারা ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে। আর ইউরোপে তারা পৌঁছেছে সেমিফাইনালে যেখানে আগামী ৩০ এপ্রিল মুখোমুখি হবে ইন্টার মিলানের সঙ্গে।

স্প্যানিশ কিছু সূত্রের দাবি, লেভানদোভস্কিকে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।

ইউএ / টিডিএস

You may also like