চ্যাম্পিয়ন্স লিগ থেকে অনেক আগেই বিদায় নিয়েছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের সম্ভাবনাও এখন প্রায় নেই বললেই চলে। কোনোভাবে এফএ কাপের লড়াইয়ে টিকে থাকলেও মৌসুমজুড়ে ধারাবাহিক ব্যর্থতায় ক্লান্ত পেপ গার্দিওলার শিষ্যরা। এই মুহূর্তে ক্লাবটির একমাত্র লক্ষ্য—আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন।
ম্যানসিটি কোচ গার্দিওলা এই মৌসুমটা যেভাবেই হোক ম্যানেজ করে নিতে চান। তবে তার দৃষ্টি আগামী মৌসুমের দিকে। দলকে পূনর্গঠন করতে চান তিনি। পরিকল্পনা করছেন বড় ধরনের রদবদলের। এর জন্য অনেক খেলোয়াড়কে বিক্রি করে নতুন মুখ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে তার। কিন্তু একটাই শর্ত—আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিট পেতে হবে।
এই প্রসঙ্গে গার্দিওলা সতর্ক করে দিয়েছেন ক্লাব ম্যানেজমেন্টকে। জানিয়েছেন, “চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে না পারলে আমাদের দলবদলের পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে যাবে। তখন আগামী মৌসুমও হয়তো এই মৌসুমের মতোই হতাশায় কাটবে।”
দলের পুনর্গঠনের জন্য ইতোমধ্যেই কিছু নাম চূড়ান্ত করেছেন গার্দিওলা। তাদের একজন হলেন বায়ার লেভারকুসেনের উদীয়মান ফরোয়ার্ড ফ্লোরিয়ান উইর্টজ যাকে কেভিন ডি ব্রুইনের সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে এই জার্মান তারকাকে পেতে আগ্রহী রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখও যারা নিশ্চিতভাবেই আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে।
গার্দিওলা বলেন, “সবকিছু নির্ভর করছে আমরা কোন খেলোয়াড়কে চাই এবং তাদের বিকল্প অপশন কতগুলো আছে তার ওপর। যদি তাদের সামনে একাধিক পথ খোলা থাকে তাহলে তারা অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগে খেলা দলগুলোর দিকে ঝুঁকবে।”
তিনি আরও যোগ করেন, “আমি জানি না উইর্টজের মতো কেউ আমাদের দলে আসবে কি না। আমি এখনও আগামী মৌসুমের কোনো খেলোয়াড়ের সাথেই ব্যক্তিগতভাবে কথা বলিনি।”
চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত না করতে পারলে শুধুই ইউরোপিয়ান স্বপ্ন নয় আগামী মৌসুমে ম্যানসিটির ভিতটাই নড়বড়ে হয়ে যেতে পারে।
ইউএ / টিডিএস