আনচেলত্তির জন্য অপেক্ষায় ব্রাজিল ফুটবল

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপের পর থেকেই কোচ সংকটে রয়েছে ব্রাজিল। দোরিভাল জুনিয়রের অধীন কিছুটা স্বস্তি মিললেও বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থতার পর তাকেও বিদায় নিতে হয়। সেই থেকে ব্রাজিল ২২ দিন ধরে কোচবিহীন। মূল লক্ষ্য এখনও রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি, তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

জুনে রয়েছে বিশ্বকাপ বাছাইয়ের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে ১৮ মে’র মধ্যে ফিফার কাছে প্রাথমিক স্কোয়াড জমা দিতে হবে। সেক্ষেত্রে কোচ নিয়োগ এবং দায়িত্ব গ্রহণের জন্য আর বেশি সময় হাতে নেই।

তবে নিয়ম অনুযায়ী, কোচ নিযুক্ত না হলেও ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) সভাপতি এডনালদো রদ্রিগেজ বা অন্য কর্মকর্তারা প্রাথমিক স্কোয়াডে স্বাক্ষর দিতে পারবেন। তবে ২ জুনের আগেই চূড়ান্ত কোচ ঘোষণা করতে হবে, কারণ ৫ ও ১০ জুন যথাক্রমে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ খেলবে সেলেসাওরা।

‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, ২৬ এপ্রিল কোপা দেল রে ফাইনালের পর আনচেলত্তি রিয়ালের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারেন। বাংলাদেশ সময় ২৭ এপ্রিল রাত ২টায় অনুষ্ঠিতব্য এই ম্যাচে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে বার্সেলোনার। ফলাফলই নির্ধারণ করতে পারে আনচেলত্তির ভবিষ্যৎ।

যদিও আনচেলত্তির সঙ্গে রিয়ালের চুক্তি ২০২৬ পর্যন্ত, তবুও এই মৌসুমে সুপার কাপে হেরে যাওয়া, লা লিগায় পিছিয়ে থাকা এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পর তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আনচেলত্তিকে না পেলে ব্রাজিলের বিকল্প তালিকায় আছে আল-হিলালের কোচ জর্জ জেসুস এবং ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের কোচ আবেল পেরেইরা। সিবিএফ ইতোমধ্যে তাদের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো

সিবিএফ এর আগে জানিয়েছিল, “শিগগিরই নতুন কোচের ঘোষণা দেওয়া হবে।” এখন তারা মাদ্রিদে কী ঘটে তা পর্যবেক্ষণ করছে, এবং প্রয়োজনে বিকল্প পথ বেছে নেওয়ার প্রস্তুতিও রাখছে।

You may also like