বিতর্কের পর বাবরের কাছে ক্ষমা চাইলেন পেসারের

স্পোর্টস ডেস্ক

দুই বছর আগের এক মন্তব্যের জন্য অবশেষে দুঃখ প্রকাশ করলেন পাকিস্তানি পেসার হাসান আলি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন অধিনায়ক বাবর আজমকে নিয়ে করা ‘রাজা করে নেবে’ মন্তব্য ঘিরে তখন বেশ বিতর্ক সৃষ্টি হয়েছিল। এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলাকালীন এক সংবাদ সম্মেলনে সেই কথার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন তিনি।

বিশ্বকাপের সময় হাসান বলেছিলেন, “রাজা করে নেবে”—যার মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন, বাবরই দলের ভরসা, তিনি ঠিকই রান করবেন। কিন্তু বাস্তবে দেখা যায়, বিশ্বকাপে বাবরের ব্যাট একদমই沉黙 করে, ব্যর্থ হন একের পর এক ইনিংসে।

এই বিষয়েই পিএসএলে করাচি কিংসের হয়ে খেলা হাসান বলেন, “আগে বলেছিলাম ‘রাজা করে নেবে’, তারপর অনেক কিছু হয়েছে। অনেকে বলেছে আমি ভুল বলেছি। কেউ যদি সত্যিই মনে করেন, আমার কথাটা ভুল ছিল, আমি দুঃখিত।”

তিনি আরও বলেন, “তবে আমার বিশ্বাস এখনো একই—বাবর একজন সেরা ব্যাটার। ও রানে ফিরবেই। প্রত্যেক খেলোয়াড়েরই খারাপ সময় আসে।”

পিএসএলে ভালোই শুরু করেছেন হাসান আলি। প্রথম দুই ম্যাচে শিকার করেছেন পাঁচটি উইকেট। লাহোর কালান্দার্সের বিপক্ষে নিয়েছেন ৪ উইকেট, আর ব্যাট হাতে করেছেন ২৫ বলে ২৭ রান। যদিও তার দল করাচি কিংস এখনো শীর্ষে ওঠেনি, পয়েন্ট তালিকায় রয়েছে চতুর্থ স্থানে।

You may also like