ড্রেসিংরুম তথ্য ফাঁসে কঠোর বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভরাডুবির পর ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছে ভারত। তবে সেই ব্যর্থতার রেশ এখনো কাটেনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাজে পারফরম্যান্সের পাশাপাশি ড্রেসিংরুমের অভ্যন্তরীণ তথ্য ফাঁস হওয়ার অভিযোগ ঘিরে ফের নতুন করে আলোচনা শুরু হয়েছে ভারতীয় ক্রিকেট মহলে।

এই বিতর্ক আরও জোরাল হয়েছে সম্প্রতি ভারতীয় বোর্ডের (বিসিসিআই) একাধিক কোচিং স্টাফকে বরখাস্ত করার সিদ্ধান্তের মধ্য দিয়ে। বিশেষ করে সহকারী কোচ অভিষেক নায়ার, যিনি মাত্র আট মাস দায়িত্বে ছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, গেল বছরের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ চলাকালীন সময়েই ড্রেসিংরুমের তথ্য বাইরে চলে যাওয়ার অভিযোগ উঠে। যদিও সে সময় বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত হওয়ায় ফের আলোচনায় আসে সেই পুরোনো বিতর্ক।

শুধু নায়ারই নন বরখাস্ত করা হয়েছে ফিল্ডিং কোচ টি দিলিপ এবং ট্রেনার সোহম দেসাইকেও। একইসঙ্গে জানা গেছে, যেসব সাপোর্টিং স্টাফ তিন বছরের বেশি সময় ধরে দলের সঙ্গে যুক্ত আছেন, তাদেরও সরিয়ে দেওয়ার বিষয়ে বোর্ড থেকে সম্প্রতি চিঠি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই সিরিজে ৩-১ ব্যবধানে হেরে যায় ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কোচিং স্টাফদের বাদ দেওয়ার বিষয়টি বোর্ডের কঠোর অবস্থানেরই ইঙ্গিত দেয়।

ইউএ / টিডিএস

You may also like