হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে প্রসাদ মালগাঁওকর নামের এক ভারতীয় আম্পায়ারের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) ক্রস ময়দানে অনূর্ধ্ব-১৯ ভামা কাপের একটি ম্যাচে দায়িত্ব পালন করছিলেন আম্পায়ার মালগাঁওকর। সুন্দর ক্রিকেট ক্লাব আয়োজিত এই ম্যাচে মুখোমুখি হয়েছিল কেআরপি একাদশ ও ক্রেসেন্ট সিসি। ম্যাচের দশম ওভার শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মালগাঁওকর। তিনি জানান, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। দ্রুতই তাকে পাশের একটি হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মালগাঁওকরকে মৃত ঘোষণা করেন।
সহ-আম্পায়ার প্রতমেশ বলেন, ‘তিনি (মালগাঁওকর) ভালো বোধ করছিলেন না। টসের আগেই অ্যাসিডিটির কথা বলেছিলেন। আমি বলেছিলাম, তুমি যদি ভালো না বোধ করো, বিশ্রাম নাও। কিন্তু সে বলল ঠিক আছে। খেলার প্রথম ১০ ওভার পর্যন্ত ঠিকঠাক ছিল। কিন্তু ১০.২ ওভারের পর হঠাৎ পড়ে গেল এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এরপর আমাদের এমসিএ কো-অর্ডিনেটর দত্ত মিঠবাভকর সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যান।’
মিঠবাভকর স্থানীয় এক সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা যথাসাধ্য দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেছি। ইব্রাহিম স্যার এবং সালমান খান, বারুন সাও, প্রবীণ ভাইয়ের মতো খেলোয়াড়দের সহায়তায় আমরা তাকে সুন্দর সিসির মাঠ থেকে একটি চরপাইতে করে কাছের ন্যাশনাল সিসিতে নিয়ে যাই। সেখান থেকে ট্যাক্সি করে বোম্বে হাসপাতালে নেওয়া হয়। তবে সম্ভবত তার আগেই তার মৃত্যু হয়।’
বোম্বে হাসপাতালে পৌঁছানোর পর মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনে নিবন্ধিত মালগাঁওকরকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। যেখানে চিকিৎসকরা জানান, তার রক্তচাপ ও অক্সিজেন লেভেল পাওয়া যাচ্ছিল না এবং ইসিজি করলে ‘ফ্ল্যাট লাইন’ দেখা যায়। এর মানে, চিকিৎসকদের মতে তিনি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গিয়েছিলেন।
জরুরি বিভাগের চিকিৎসক বলেন, ‘প্রসাদ মালগাঁওকরকে জরুরি বিভাগে আনা হয়, তখন তার রক্তচাপ ও অক্সিজেন লেভেল নির্ণয় করা যাচ্ছিল না। ইসিজি করার সময় মনিটরে ফ্ল্যাট লাইন দেখা যায়। তার পিউপিলও প্রসারিত ছিল। তিনি মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলেন।’
ইউএ / টিডিএস