২০২৮ অলিম্পিকে ক্রিকেট ভেন্যুর নাম প্রকাশ

স্পোর্টস ডেস্ক

২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে পুরুষ ও নারী বিভাগে টি২০ ফরম্যাটে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পোমোনা শহরে।

১২৮ বছর পর আবারও অলিম্পিক গেমসে জায়গা করে নিচ্ছে ক্রিকেট। এলএ২৮ আয়োজক কমিটির এক ঘোষণায় জানানো হয়েছে, পোমোনার ফেয়ারগ্রাউন্ডে অস্থায়ীভাবে গড়ে তোলা হবে একটি বিশেষ ভেন্যু যেখানে অনুষ্ঠিত হবে অলিম্পিক ক্রিকেট ম্যাচগুলো। আয়োজকরা বলছে, বিশ্বজুড়ে টি২০ ক্রিকেট এখন অত্যন্ত জনপ্রিয় এবং এই ফরম্যাটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করা ওয়েস্ট কোস্ট তথা পুরো যুক্তরাষ্ট্রের জন্য গর্বের বিষয়।

ক্রিকেটের অলিম্পিকে ফিরে আসার খবরে খুশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থার চেয়ারম্যান জয় শাহ বলেছেন, ‘যদিও ক্রিকেট বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয় একটি খেলা, সে কারণে অলিম্পিকে আবারো এটা ফিরে আসাটাই স্বস্তির বিষয়। আকর্ষণীয় টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে অবশ্যই নতুন নতুন দর্শক ক্রিকেটের প্রতি আগ্রহী হবে। আইসিসির পক্ষ থেকে আমি এলএ২৮’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসাথে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এলএ২৮’এ ক্রিকেটের সফলতার জন্য আইওসির সাথে আইসিসি সর্বাত্মক সহযোগিতা করবে।’

প্রথমে নিউইয়র্কে এই ইভেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও পরবর্তীতে যাচাই-বাছাই শেষে ক্যালিফোর্নিয়ার পোমোনাকে চূড়ান্ত ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়। উল্লেখ্য, নিউইয়র্কেই গত বছর টি২০ বিশ্বকাপের আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।

২০২৮ অলিম্পিকে ছয়টি পুরুষ এবং ছয়টি নারী দল অংশ নেবে। দীর্ঘ বিরতির পর অলিম্পিকে ক্রিকেটের এই প্রত্যাবর্তনকে ঘিরে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।

ইউএ / টিডিএস

You may also like