ক্লাব বিশ্বকাপে বডি ক্যাম নিয়ে নামবেন রেফারি

স্পোর্টস ডেস্ক

২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপটি এক মাসব্যাপী ৩২ দলের টুর্নামেন্ট হিসেবে আয়োজিত হতে যাচ্ছে, যা প্রথমবারের মতো ‘পূর্ণাঙ্গ’ টুর্নামেন্টে পরিণত হয়েছে। এই বিশ্বকাপে ফিফা অনেক নতুনত্ব তুলে ধরছে, যার মধ্যে একটি হল রেফারিদের শরীরে ভিডিও ক্যামেরা বা বডি ক্যামেরা সংযুক্ত করা। এর মানে, দর্শকরা এবার ‘রেফারির চোখে’ও খেলা দেখতে পারবেন।

গতকাল ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে, যেখানে মোট ১১৭ জন ম্যাচ অফিশিয়ালকে মনোনীত করা হয়েছে। এদের মধ্যে ৩৫ জন রেফারি, ৫৮ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভিডিও ম্যাচ অফিশিয়াল (ভিএআর) রয়েছেন। এই ১১৭ জন অফিশিয়াল ১৪ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে ৪১টি দেশের প্রতিনিধিত্ব করবেন।

ফিফা ক্লাব বিশ্বকাপে শুধু রেফারিদের বডি ক্যামেরা ব্যবহারই নয়, আরও একটি বড় পরিবর্তন আসছে। গোলকিপাররা ৮ সেকেন্ডের বেশি বল ধরে রাখলে প্রতিপক্ষ দলকে কর্নার কিক দেওয়া হবে, যা আগে ইনডিরেক্ট ফ্রি-কিকের মাধ্যমে কার্যকর করা হতো।

ফিফার রেফারিজ কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনা জানিয়ে দিয়েছেন, এই বডি ক্যামেরা দর্শকদের জন্য নতুন একটি অভিজ্ঞতা তৈরি করবে। তিনি বলেন, “এটি দর্শকদের জন্য খেলা দেখার নতুন দৃষ্টিকোণ খুলে দেবে। পর্দায় এমন কিছু অ্যাঙ্গেলের ছবি তাঁরা দেখতে পাবেন, যা আগে কখনো দেখেনি। রেফারির কাজের ধরনও পরিষ্কার হবে, এবং তাঁদের কী দেখছেন সেটি বুঝতে সাহায্য করবে।”

ক্লাব বিশ্বকাপটি যুক্তরাষ্ট্রের ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, এবং এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ জুলাই।

You may also like