গায়কের নামে মেসির নাম, সাক্ষাৎ হলো দুজনের

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসির পায়ের জাদুতে কত হাজার ভক্ত তাদের সন্তানের নামের সঙ্গে মেসির নাম জুড়ে দিয়েছেন তা নির্দিষ্ট করে বলা কঠিন। তবে এটা অস্বীকার করার কিছু নেই যে এমন ঘটনা প্রায়ই ঘটে। তবে জানেন কি মেসির নামও রাখা হয়েছিল একজন তারকার নাম থেকে অনুপ্রাণিত হয়ে?

মেসির জন্মের আগে তার জন্য কোনো নাম ঠিক করা ছিল না। তবে তার মায়ের পছন্দের নামগুলোর মধ্যে ‘Leonel’ ছিল। মূলত আশি-নব্বই দশকের জনপ্রিয় গায়ক-গীতিকার লিওনেল রিচির নামের সাথে মিল রেখেই মেসির বাবা ‘লিওনেল’ নামটি ঠিক করেন। এরপর সেই নামেই পরিচিতি পান বিশ্বসেরা ফুটবল তারকা।

এটি নিজেই প্রকাশ করেছেন মেসির মা মারিয়া কুচ্চিত্তিনি। ২০১০ সালে আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল তেলেফেকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ওর জন্ম সহজ ছিল না। আমার ডেলিভারির নির্ধারিত সময় পার হয়ে গিয়েছিল। ডাক্তার বললেন, “আর ঝুঁকি নেব না, লেবার ইন্ডিউস করব।” সকাল ৬টায় হাসপাতালে গিয়েছিলাম আর লিও জন্ম নেয় বিকেল ৪টা ২০ মিনিটে। কিন্তু বিপত্তি বাধে নাম রাখায়।’

‘ছেলের জন্য নাম তো ঠিক করা হয়নি! আমি সব সময় “Leonel” নামটা পছন্দ করতাম। কিন্তু হোর্হে ওর নাম রাখে “Lionel”। তখন আমি বলি, “এটা তুমি কী করলে!” সে আমাকে বলল, “আমরা দুজনই তো লিওনেল রিচিকে খুব পছন্দ করি তাই ওই বানানে রেখেছি।”’

সময়ের পরিবর্তনে জনপ্রিয়তার দিক থেকে রিচিকেও ছাড়িয়ে গেছেন মেসি। যদিও দুজনের ক্ষেত্রেই তারা ভিন্ন জগতের তারকা, তবুও সবদিক থেকে মেসি এগিয়ে। আর এবার একই নামের দুই তারকা সামনাসামনি সাক্ষাৎ করলেন।

বুধবার (৯ এপ্রিল) ফ্লোরিডার স্থানীয় সময় সন্ধ্যায় ইন্টার মায়ামির চেজ স্টেডিয়ামে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে মেসির দলের প্রতিপক্ষ ছিল এলএএফসি। ওই ম্যাচে এলএএফসিকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় ইন্টার মায়ামি। ম্যাচ শেষে স্টেডিয়ামের টানেলে মেসির সঙ্গে দেখা হয় ‘দ্য কমোডোরস’ ব্যান্ডের জনপ্রিয় তারকা লিওনেল রিচির।

মেসির সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে রিচি ক্যাপশনে লিখেছেন, ‘যখন লিওনেলের সঙ্গে লিওনেলের দেখা। ওর মা আমার নামে ওর নাম রেখেছিলেন… আর আজ আমাদের দেখা হলো। এত বছর পর দেখা হয়ে ভালো লাগল।’

ইউএ / টিডিএস

You may also like