১২ বছরের সংগ্রামের পর ইংলিশ কিংবদন্তির স্ত্রীর মৃত্যু

স্পোর্টস ডেস্ক

লিন স্টুয়ার্ট, ইংলিশ কিংবদন্তি ক্রিকেটার অ্যালেক স্টুয়ার্টের স্ত্রী, ১২ বছর ধরে স্তন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন তিনি। দীর্ঘ এই এক যুগের লড়াই শেষে চলে গেলেন স্টুয়ার্ট পরিবারের প্রিয় সদস্য।

সারে ক্রিকেট ক্লাব এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সারের ক্লাব চেয়ারম্যান অলি স্লিপার বলেছেন, “সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে আমরা অ্যালেক এবং স্টুয়ার্ট পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাদের প্রতি আমাদের শুভকামনা রইল। আমরা তাদের পাশে থাকার জন্য সবকিছু করার চেষ্টা করব। এই কঠিন সময়ে আমরা সবাইকে তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার অনুরোধ জানাই।”

লিন স্টুয়ার্টের মৃত্যুতে সারের মেম্বার্স প্যাভিলিয়নে পতাকা অর্ধনমিত রাখা হয়। সারের খেলোয়াড়রা কালো বাহুবন্ধনী পরে মাঠে নামেন। লন্ডনের ওভালে সারে ও হ্যাম্পশায়ারের মধ্যকার কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ান ম্যাচের শেষ দিন ছিল আজ, যা ১১ এপ্রিল শুরু হয়েছিল। হ্যাম্পশায়ারকে ৩৭৭ রানের লক্ষ্য দিতে হবে, আর হাতে আছে ৫ উইকেট।

স্টুয়ার্ট পরিবার সারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অংশ, যা বোঝাতেই পতাকা অর্ধনমিত রাখা এবং খেলোয়াড়দের কালো বাহুবন্ধনী পরা হয়। অ্যালেক স্টুয়ার্টের বাবা সারে ক্রিকেট ক্লাবে ১৯৫৪ থেকে ১৯৭২ পর্যন্ত খেলেছিলেন। অ্যালেক নিজে ১৯৮১ সালে সারে দলের সঙ্গে যুক্ত হন এবং ২০০৩ পর্যন্ত খেলেন। ২০১৩ সালে সারের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব নেন অ্যালেক, এবং ২০২৪ সালে তৃতীয়বারের মতো সারে কাউন্টি চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতে। ২০২৩ সালে তিনি এই পদ ছেড়ে ‘হাই পারফরম্যান্স ক্রিকেট অ্যাডভাইজার’ হিসেবে যোগ দেন।

অ্যালেক ২০১৩ সালে তার স্ত্রী লিনের ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কথা উল্লেখ করেছিলেন, যখন তিনি স্কাই স্পোর্টসে বলেছিলেন, “এখন আমি তাকে (লিন) বেশি সময় দিতে পারব।”

অ্যালেক স্টুয়ার্টের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার ছিল চমৎকার। ১৯৮৯ থেকে ২০০৩ পর্যন্ত ৩০৩ ম্যাচে ৩৬.২৯ গড়ে ১৩১৪০ রান করেন। তার মোট ১৯ সেঞ্চুরির মধ্যে ১৩৩ টেস্টে ৩৯.৫৪ গড়ে ৮৪৬৩ রান এবং ১৫ সেঞ্চুরি রয়েছে

You may also like