আফগান নারী ক্রিকেটারদের মাঠে ফেরাতে আইসিসির পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক

বিগত কয়েক বছর ধরে আফগানিস্তান ক্রিকেট নিয়ে নানা মানবাধিকার সংস্থা আইসিসির কাছে নানান অভিযোগ জানিয়েছে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকেও আফগানিস্তানের বিরুদ্ধে খেলা না খেলার আহ্বান জানানো হয়েছিল মূলত আফগানিস্তানে নারী ক্রিকেট দলকে খেলার সুযোগ না দেওয়ার কারণে।

তালিবান শাসনের অধীনে আফগানিস্তানে নারীদের খেলাধুলা নিষিদ্ধ হয়ে গেছে। অনেক নারী খেলোয়াড়ই দেশ ছেড়ে চলে গেছেন এবং ক্রিকেটাররাও তার ব্যতিক্রম নন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন তারা। এ পরিস্থিতিতে আফগান নারী ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে আইসিসি।

আইসিসি সম্ভবত আফগানিস্তানে নারী ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনতে পারবে না তবে তাদের মাঠে ফেরাতে উদ্যোগী হয়েছে। দেশ ছেড়ে আসা আফগান নারী ক্রিকেটারদের সাহায্য করার জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই টাস্ক ফোর্স আর্থিক সাহায্য থেকে শুরু করে প্রশিক্ষণসহ সব ধরনের সহায়তা প্রদান করবে।

ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড আইসিসির এই উদ্যোগে সহায়তা করবে। আফগান নারী ক্রিকেটারদের জন্য একটি তহবিল গঠন করা হবে যা থেকে তাদের আর্থিক সাহায্য প্রদান করা হবে। তাছাড়া ক্রিকেটারদের জন্য আধুনিক প্রশিক্ষণ, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং মেন্টরের ব্যবস্থা করা হবে।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেছেন, ‘যে কোনও পরিস্থিতিতে থাকা ক্রিকেটাররা যাতে নিজেদের প্রমাণ করতে পারেন, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সেই লক্ষ্যে সহযোগী দেশগুলির সঙ্গে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। ঘরছাড়া আফগান ক্রিকেটাররা যাতে খেলা চালিয়ে যেতে পারেন, সে জন্য বিশেষ তহবিল তৈরি করা হবে।’

ইউএ / টিডিএস

You may also like