রিয়াল মাদ্রিদে কিংবদন্তির আসনে বসা লুকা মদরিচ এখনও মাঠ ছাড়েননি। তবে ৩৯ বছর বয়সী এই ক্রোয়াট মিডফিল্ডার বুঝে গেছেন খেলোয়াড়ি জীবনের শেষ প্রান্তে চলে এসেছেন তিনি। তাই ফুটবলের সঙ্গেই দীর্ঘমেয়াদি সম্পর্ক ধরে রাখতে এবার পা রাখলেন ক্লাব মালিকানায়।
ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে খেলা ক্লাব সোয়ানসি সিটির মালিকানা কিনেছেন মদরিচ। যদিও তিনি কত শতাংশ শেয়ার কিনেছেন সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বর্তমানে ক্লাবটির মালিকানা রয়েছে আরও কয়েকজনের হাতে—অ্যান্ডি কোলম্যান, ব্রেট ক্রাভাট, নাইজেল মরিস ও জেসন কোহেন।
একসময় ইংলিশ প্রিমিয়ার লিগে চমক দেখানো সোয়ানসি এখন চ্যাম্পিয়নশিপে টেবিলের মাঝামাঝি জায়গায়। চলতি মৌসুমে ৪২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান ১২তম। মার্চে কোচ লুক উইলিয়ামস বরখাস্ত হওয়ার পর এখন পর্যন্ত স্থায়ী কোচ নিয়োগ হয়নি। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যালেন শিহান।
গত নভেম্বরে ক্লাব মালিকানায় বড় পরিবর্তন আসে যার পর থেকেই পারফরম্যান্সে কিছুটা ছন্দপতন লক্ষ্য করা যাচ্ছে। তবে বিশ্লেষকদের মতে লুকা মদরিচের অভিজ্ঞতা ও প্রভাব ক্লাবটির জন্য নতুন আশার আলো হয়ে উঠতে পারে।
উল্লেখ্য, এই লিগেই খেলছেন বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে চলতি বছরের মার্চে বাংলাদেশের জার্সিতে অভিষেক ঘটে তার। বর্তমানে তিনি প্রিমিয়ার লিগ ক্লাব লেস্টার সিটির চুক্তিভুক্ত খেলোয়াড় হলেও ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে। তার দল ৪২ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে অবস্থান করছে লিগের তৃতীয় স্থানে।
ইউএ / টিডিএস