সৌরভ গাঙ্গুলী আবারও ফিরলেন আইসিসিতে

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের বিবৃতিতে জানিয়েছে, আইসিসি মেনস ক্রিকেট কমিটির প্রধান হিসেবে আবারও দায়িত্ব পেলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তার সঙ্গে প্যানেল সদস্য হিসেবে আগের জায়গা ধরে রেখেছেন আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ।

২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত ভারতীয় জাতীয় দলের অধিনায়ক ছিলেন গাঙ্গুলী। ২০২১ সালে তিনি প্রথমবারের মতো কমিটির প্রধান হিসেবে নিযুক্ত হন। ৫২ বছর বয়সী গাঙ্গুলী এই পদে স্থলাভিষিক্ত হন অনিল কুম্বলের যিনি তিন বছরের মেয়াদ শেষে দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

গাঙ্গুলী ও লক্ষ্মণের সঙ্গে কমিটিতে আরও রয়েছেন আফগানিস্তানের সাবেক পেসার হামিদ হাসান, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ডেসমন্ড হেইন্স, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা এবং ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার জোনাথন ট্রট।

আইসিসি উইমেন্স ক্রিকেট কমিটির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অফ-স্পিনার ক্যাথেরিন ক্যাম্পবেল। তার সঙ্গে এই কমিটিতে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার আভ্রিল ফাহে এবং ক্রিকেট সাউথ আফ্রিকার প্রতিনিধি ফোলেটসি মোসেকি।

ইউএ / টিডিএস

You may also like