লিভারপুল শিরোপার আরো কাছে, চেলসির ড্র

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের দাপট অব্যাহত রইল।

রবিবার (১৩ এপ্রিল) অ্যানফিল্ডে ওয়েস্টহ্যামকে ২-১ গোলে পরাজিত করে শিরোপার আরও কাছে পৌঁছেছে মোহাম্মদ সালাহ ও তার সতীর্থরা। লুইস দিয়াজ এবং ভার্জিল ফান ডাইক ১৮ ও ৮৯ মিনিটে গোল দুটি করেন, তবে ৮৬ মিনিটে অ্যান্ড্রু রবার্টসনের আত্মঘাতী গোলের মাধ্যমে ওয়েস্টহ্যাম ম্যাচে ১-২ গোলের ব্যবধান ফেরায়।

এখন পর্যন্ত ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে লিভারপুল লিগে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল থেকে তাদের পয়েন্টের ব্যবধান বেড়ে গেছে ১৩। আগের দিন ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১-১ ড্র করার পর আর্সেনাল অনেকটাই পিছিয়ে পড়েছে।

রবিবার (১৩ এপ্রিল) রাতেই চেলসি ইপসউইচ টাউনের সঙ্গে ২-২ ড্র করেছে। প্রথমার্ধে ০-২ পিছিয়ে পড়লেও, জ্যাডন স্যাঞ্চো ৭৯ মিনিটে গোল করে পয়েন্ট ভাগ করে নেন। চেলসি বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে।

লিভারপুলের ওয়েস্টহ্যামের বিরুদ্ধে বড় জয় না পেলেও তারা ১৫টি শট নিয়ে খেলার দখল প্রতিষ্ঠিত করে। প্রায় ৬০ শতাংশ বলের দখল ছিল তাদের। প্রথম গোলের পর ওয়েস্টহ্যাম কিছুটা চাপ তৈরি করলেও লিভারপুলের দাপট শেষ পর্যন্ত প্রাধান্য পেল। সালাহ গোল না করলেও তার অসাধারণ ক্রস থেকে প্রথম গোলটি আসে দিয়াজের কাছ থেকে।

ইউএ / টিডিএস

You may also like