৮
দলের টানা বাজে পারফরম্যান্সের কারণে সেভিয়ার কোচ গার্সিয়া পিমিয়েন্তাকে বরখাস্ত করা হয়েছে।
লা লিগায় সেভিয়া টানা চারটি ম্যাচ হেরে যাওয়ার পর সর্বশেষ ভালেন্সিয়ার মাঠে ১-০ ব্যবধানে হারের পর ক্লাবটি ৫০ বছর বয়সী গার্সিয়ার সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেয়।
সেভিয়া বর্তমানে লা লিগার ১৩ নম্বরে অবস্থান করছে, ৩১ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে, আর অবনমন অঞ্চলের থেকে মাত্র ৭ পয়েন্ট উপরে রয়েছে তারা। এই বছরে তারা এখন পর্যন্ত মাত্র তিনটি ম্যাচ জিততে পেরেছে।
গার্সিয়া পিমিয়েন্তা গত জুলাইয়ে সেভিয়ার কোচের পদে যোগ দিয়েছিলেন। আর তার আগে লাস পালমাসকে লা লিগায় উঠানোর কাজ করেছিলেন এবং পরবর্তী মৌসুমে শীর্ষ লিগে টিকে থাকার পথে সফল ছিলেন।
গার্সিয়াকে ছাঁটাই করার পর সেভিয়াকে তিন বছরের মধ্যে ষষ্ঠ কোচ নিয়োগ করতে হবে।
ইউএ / টিডিএস