ম্যাচের মাঝপথেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কিলিয়ান এমবাপে যেটি ছিল রিয়ালে যোগ দেওয়ার পর তার প্রথম লাল কার্ড।
রবিবার (১৩ এপ্রিল) আলাভেসের মাঠে ১-০ গোলে জয় পেয়েছে কার্লো আনচেলত্তির দল। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল কিলিয়ান এমবাপ্পের লাল কার্ড—রিয়াল জার্সিতে যা তার প্রথম।
ম্যাচের শুরুতেই আক্রমণে উঠেছিল আলাভেস। তৃতীয় মিনিটেই দুটি সুযোগ তৈরি করলেও রিয়াল রক্ষণ তা ঠেকিয়ে দেয়। নবম মিনিটে প্রথম সুযোগ আসে রিয়ালের সামনে। তবে ডি-বক্সে আর্দা গিলের বল পায়ে লাগাতে না পারায় এবং গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে পড়ে যাওয়ায় পেনাল্টির আবেদন করলেও, রেফারি কর্ণপাত করেননি।
১৪ মিনিটে কিকে গার্সিয়ার শট এবং চার মিনিট পর রদ্রিগোর প্রচেষ্টা ঠেকিয়ে দেন আলাভেস গোলরক্ষক। ১৯ মিনিটে রাউল আসেন্সিওর হেডে বল জালে জড়ালেও রুডিগারের ফাউলের কারণে ভিএআরে গোল বাতিল হয়ে যায়।
অবশেষে ৩৪তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় রিয়াল। ফেদেরিকো ভালভের্দের পাস থেকে ডি-বক্সের বাইরের দিক থেকে জোরালো শটে পোস্ট ঘেঁষে বল জালে পাঠান এদুয়ার্দো কামাভিঙ্গা। তবে দুই মিনিট পরই সমতা ফিরিয়ে ফেলতে পারত আলাভেস, তবে কার্লোস ভিনসেন্টের শট লক্ষ্যে থাকেনি।
৩৮তম মিনিটে বড় ধাক্কা খায় রিয়াল। আন্তোনিও ব্লাঙ্কেকে বিপজ্জনক ফাউল করার পর প্রথমে হলুদ কার্ড দেখানো হলেও, ভিএআরে দেখে সিদ্ধান্ত বদলে সরাসরি লাল কার্ড দেখানো হয় এমবাপ্পেকে। রিয়ালে যোগ দেওয়ার পর এটাই তার প্রথম লাল কার্ড, ক্যারিয়ারে চতুর্থ। মাঠের পাশে রিয়াল কোচিং স্টাফসহ দাভিদে আনচেলত্তি প্রকাশ করেন চরম হতাশা।
দশজনের দলে পরিণত হওয়ার পর রক্ষণে মনোযোগী হয় রিয়াল। দ্বিতীয়ার্ধে কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি আলাভেস। রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া একাধিকবার দারুণ সেভ করে দলকে রক্ষা করেন।
৭০তম মিনিটে আলাভেসও ১০ জনের দলে পরিণত হয়। ভিনিসিউস জুনিয়রকে পেছন থেকে ফাউল করার দায়ে ভিএআরে দেখে লাল কার্ড দেখানো হয় মানু সানচেসকে। ম্যাচের শেষ মুহূর্তে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন জুড বেলিংহ্যাম, তবে তার শট সোজা গোলরক্ষকের গ্লাভসে।
এই জয়ে ৩১ ম্যাচে ২০ জয় ও ৬ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। অন্যদিকে ৩০ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে অবস্থান করছে আলাভেস।
ইউএ / টিডিএস